ধর্ষন নয় আমরা স্বাভাবিক জীবনের গ্যারান্টি চাই...!!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ৩১ আগস্ট, ২০১৫, ১০:২২:১১ রাত

বাংলাদেশ আজ ধর্ষনের অভয়অরন্যে পরিনত হয়েছে !!

:

প্রতিদিন কোথাও না কোথাও চলছে ধর্ষনের তান্ডবলীলা !!!

:

ধর্ষনের হাত থেকে রেহায় পাচ্ছেনা শিশু থেকে বৃদ্ধারাও!!!

:

মায়ের সামনে তার কিশোরী কন্যা

কিংবা স্বামীর সামনে তার

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষন করা আজ স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে!!

:

জাফর ইকবালের সামনে তার স্ত্রী

ছাত্রলীগের হাতে অর্ধধর্ষিত এই

রকম ঘটনা আজ নতুন নয় !!

:

গৃহ শিক্ষক থেকে শুরূ করে কোচিং মাষ্টার সবাই আজ ধর্ষকের ভূমিকায় নেমেছে স্ব-গৌরবে !!!

:

কে দিবে স্বাভাবিক জীবন-যাপনের গ্যারান্টি???

:

আল্লাহ্ আমাদের দেশের নীরিহ নারীদের ধর্ষকদের হাত থেকে হেফাজত করূন !!

:

আমীন !!

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338925
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:৩৩
নাবিক লিখেছেন : আল্লাহর কাছে দোয়া করার পাশা-পাশি সমাজ থেকে অশ্লীলতা দূর করার চেষ্টা করতে হবে। বিদেশী অশ্লীল চ্যানেলগুলো বন্ধ না হলে ধর্ষণের ঘটনা আরও বাড়বে।
338931
৩১ আগস্ট ২০১৫ রাত ১১:৪৭
সুমন আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহ্ ভাই আপনার সাথে আমি একমত,
338960
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : কার কাছে গ্যারান্টি চান।
339004
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : স্কুল জীবনে যখন পরীক্ষা দিতাম তখন দেখতাম যে কিছু কিছু ছাত্র ২ মিনিট পর পর লুজ শিট নিচ্ছে । মনে করতাম যে কি বিশাল বিশাল উত্তরই না লিখছে । সর্বোচ্চ নম্বর মনে হয় ওই পাবে ।

পরে দেখলাম যে ৩/৪ শব্দে এক লাইন এবং ৪/৫ লাইনে এক পাতা ভরে লিখতো ।

আপনার পোস্ট দেখে সেরকমই মনে হল । ভীষন গ্যাপ লাইন গুলোর মাঝে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File