কামারুজ্জামান ভাইয়ের এ কেমন বিদায়???

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২০ আগস্ট, ২০১৫, ০৭:৪৭:৫১ সন্ধ্যা

শহীদ কামারূজ্জামানের সন্তানেরা পারেনি বাবার জানাযা পড়তে ।।

:

কলিজার টুকরূ সন্তানেরা পারেনি পরম শ্রদ্ধেয় বাবার কফিন ধরা ধরি করে কবরে নামাতে ।।

:

প্রিয়তম বাবার নিথর কপালে চুমু খেয়ে চোখের জলে শেষ বিদায় দেয়া হয়নি তাদের ।।

:

স্ত্রী পারেনি শেষ সম্ভাষন বন্ধু বিদায় বলতে ।।

:

তাই আজো নীরব কবরের পাশে দাঁড়িয়ে শত-সহস্র দিনের বোবা কান্না যেন উথলে উঠছে শহীদের আপন জনদের বার বার ।।

:

দুর দুরান্ত থেকে আগত প্রিয় মানুষ গুলি দেখতে পারলো না প্রিয় দায়িত্বশীলকে একটি পলক ।।

:

এ যেন জালিমদের পূর্বপরিকল্পিত প্ল্যান পরিকল্পনার নীল নকশার বাস্তবায়ন সম্পূর্ন ।।

:

মৃত্যুর পরে মৃত কামারূজ্জামান স্যারের প্রতি জালিমরা কতোটা অন্যায় অবিচার করেছে তা আমি পূর্বে কয়েক

বার লিখেছিলাম ।।

:

আমি আমার দায়িত্বশীল প্রিয় কামারূজ্জামান স্যারকে দেখতে শেয়ারপুরে যাব ইনশাল্লাহ আপনি যাচ্ছেন তো???

:

নীল পলিথিনে ঢাকা বালিমাটির কবরখানা যেন আমায় ডাকছে ।।

:

আমি যাবই যাব ইনশাল্লাহ ।।

:

হে আল্লাহ এই পবিত্র রমজান মাসে তুমার কাছে ফরিয়াদ করছি ।।

:

তুমি জালিমদের উত্তম বিচার করো এবং প্রিয় দায়িত্বশীল শহীদ কামারূজ্জামান স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করো ।।

:

আমিন ।।

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337184
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আনশাআল্লাহ যাব
337185
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
তুমি জালিমদের উত্তম বিচার করো এবং প্রিয় দায়িত্বশীল শহীদ কামারূজ্জামান স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করো ।।
337186
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:০১
রক্তলাল লিখেছেন : কামারুজ্জামান হোন কিংবা রফিক, জব্বার, তিতুমীর কিংবা ক্ষদিরাম - এরা সময়ের সাহসী সন্তানেরা।

তারা মৃত্যু দিয়ে মৃত্যুকে করেছেন জয়। তারা কালজয়ী। অমর হয়েছেন মরণের মাধ্যমে।
নিশ্চয়ই তাদের আত্না রয়েছে শান্তিতে।

337190
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:২১
সুমন আহমেদ লিখেছেন : jajakallah
337204
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
নাবিক লিখেছেন : জালেমদের বিচার একদিন না একদিন হবেই ইশাল্লাহ।
337206
২০ আগস্ট ২০১৫ রাত ১০:০৭
সুমন আহমেদ লিখেছেন : insallah
337275
২১ আগস্ট ২০১৫ সকাল ১০:৪০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File