মিষ্টার মওদুদী হত্যা করতে এসে তার সহকর্মী ......

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৬ আগস্ট, ২০১৫, ০৪:১৯:৫১ বিকাল

মিষ্টার মওদূদীকে হত্যা করতে এসে

জাহিদ হল তার সহকর্মী !

-

মওদুদী বিশ্বের বুঁকে যেমন এক

নক্ষত্র তেমনি সমালোচিতও !

-

সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন

কয়েকজন আলেম এক জনসভার

মওদুদীকে বিষোদগার করে বক্তৃতা

করেন !

-

এবং মওদুদীকে নবী এবং সাহাবীদের

সমালোচনাকারী হিসেবে আখ্যায়িত

করেন !

-

শ্রোতাদেরকে তাঁর প্রতি বিরূপ

মনোভাবাপন্ন করে তোলাই তাদের

একমাত্র উদ্দেশ্য ছিল !

-

তাঁদের বক্তব্য সত্য মনে করে

এক যুবক খুবই বিক্ষুব্ধ হয় এবং সে

সিদ্ধান্ত নেয় যে মিষ্টার মওদুদীকে

হত্যা করবে !

-

সেই যুবকের নাম হল জাহিদ ইকবাল !

-

দীর্ঘ পথ অতিক্রম করে সে

লাহোরে মওদুদীর বাসায় যায় এবং সাথে

নিয়ে যায় এক ধারালো ছোরা !

-

তখন আছরের নামাজের সময় চলছিল

,মাঃ মওদূদী বাসা থেকে বেরিয়ে এসে

নামাজের ইমামতি করেন !

-

জাহিদ ইকবালও মওদুদীর পিঁছনে

জামায়াতে শরীক হল !

-

নামাজ শেষে মাঃ মওদুদী বাসার চত্বরে

সাজানো চেয়ারের বসলেন

এবং অন্যরাও তাকে ঘিরে বসল !

-

জাহিদ ইকবাল মওদূদীর পেছনে দাঁড়িয়ে

তার লুক্কায়িত ছোরার বাঁট চেপে ধরে !

-

এমন সময় তার দৃষ্টি পড়ে মওদুদীর

চেহারার ওপর এবং মনে খানিকটা

ভাবান্তর সৃষ্টি হয় তখন সে কিছুক্ষণ

অপেক্ষ করার সিদ্ধান্ত নেয় !

-

ঠিক তখনি শ্রোতাদের থেকে এক

ব্যক্তি জিজ্ঞেস করলো,‘‘সমাজতন্ত

্রী গ্রপের আলিমরা আপনাকে গালমন্দ

করে, আপনি কেন তাদের জওয়াব দেন

না ?’’

-

মাঃ মওদুদী উত্তর দেন, ‘‘শেষাবধি

সত্যই বিজয়ী হয়, আমি যা লিখছি তার

পক্ষে যুক্তি প্রমাণও পেশ করছি !

-

গালির বদলে গালি দেয়া ইসলামের বিধান

নয় এবং জনগণ তাদের বিবেক ব্যবহার

করে দেখবে সত্য কোথায় অবস্থান

করছে ।’’

-

এই সব কথা শুনার পর জাহিদ

ইকবালের বিবেক জেগে ওঠে এবং সে

অনুভব করতে শুরু করে যে সত্য তো

এখানে !

-

মাঃ মওদুদীকে যারা গালমন্দ করছেন

তাঁরাই তো মিথ্যাবাদী !

-

হঠাৎ জাহিদ ইকবাল বসে পরে মাঃ

মওদুদীর পায়ের উপর !

-

মাঃ মওদূদী তাকে টেনে তুলে সে এমনটি

করছে কেন তা জানতে চাইলেন !

-

জাহিদ বললো, ‘‘আপনি আমাকে ক্ষমা

করুন, আমি আপনাকে হত্যা করতে

এসেছিলাম !

-

মাঃ মওদূদী বললেন, ‘‘এই তো আমি,

তুমি তোমার কর্তব্য পালন করতে পার

।’’

-

কয়েকজন লোক ছুটে আসেন জাহিদকে

পাকড়াও করতে ,সাথে সাথে মাঃ মওদূদী

তাঁদেরকে থামিয়ে দেন !

-

জাহিদ ইকবালের বিমর্ষ চেহারার

দিকে তাকিয়ে মওদুদী বললেন, ‘‘মনে

হচ্ছে তুমি দুপুরের খাওয়া

খাওনি ।’’

-

তার জন্য খাবারের ব্যবস্থা

করা হলো !

-

জাহিদ ইকবাল এসেছিলো মিষ্টার

মওদুদীকে হত্যা করতে !

-

সত্যের সাথে পরিচিত হয়েই সে শামিল

হয় আল্লামা মওদুদীর সহকর্মীদের

কাতারে !

-

আল্লাহু আকবার !

-

আর এই আল্লামা মওদুদীকে আপনি

ট্যাগ দেনঃ মিষ্টার , মুনাফেক ,কাফের

,ইংরেজদের দালাল ইত্যাদি !

-

আপনার মনে কি একটুও আল্লাহর ভয়

জাগে না যে এই লোকটাকে এতগুলি

মিথ্যা ট্যাগ দেন !

-

আল্লাহ রাব্বুল আলামীন আল্লামা

মওদুদীকে জান্নাতুল ফেরদাওসের

মেহমান হিসাবে কবুল করুন !

-

আমীন !

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336183
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৫
নারী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ
336184
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৯
সুমন আহমেদ লিখেছেন : jajakallah
336187
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি লিখেছেন ,জাহিদ ইকবাল মওদূদীর পেছনে দাঁড়িয়ে
তার লুক্কায়িত ছোরার বাঁট চেপে ধরে !-এমন সময় তার দৃষ্টি পড়ে মওদুদীর চেহারার ওপর
,-পেছনে দাঁড়ালে চেহারা উপর দৃষ্টি কেমনে পড়বে? বক্তব্যটি সাংঘর্ষিক না?
---ধন্যবাদ...
336193
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৮
নাবিক লিখেছেন : ভালো লাগলো
336199
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১০
সুমন আহমেদ লিখেছেন : শুকরিয়া
336250
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ!
336265
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩২
সুমন আহমেদ লিখেছেন : jajakallah

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File