দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় !!
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৮ আগস্ট, ২০১৫, ০৫:২৮:৩১ বিকাল
এই পৃথিবীর বুকে খুব দাপটের সাথে বিচরন করতেছো!!
:
কতোদিন থাকবে তোমার এই দাপটের সাথে বিচরন?
:
কেউ বলতে পারবে যে আমি এই পৃথিবীতে ৬০/৭০কিংবা ৮০ বছর বাঁচবোই, বা আমি চির অমর আমি মরবো না??
:
হুম যদি নাই পারো তাহলে কেন এই অন্যায়? কেন এই অবিচার? কেন এই জুলুম? কেন এই নির্যাতন?
:
যখন তুমার ৮০/৯০/১০০ বছর বয়স হবে তখন তুমি সবার জন্য আপদে পরিনত হবে!!
:
এতটু চিন্তা করে দেখো তোমাদের আগে যারা এই জমিনে অত্যাচার, অবিচার, ন্যায়, অন্যায় করেছে তারা আজ কোথায়? নাই কেউ নাই তুমিও একদিন থাকবেনা!!
:
না থাকবে তোমার দাপট, না থাকবে তোমার কর্ম-ক্ষমতা, সব দিক থেকে অবহেলিত হয়ে করূনার পাত্রে পরিনত হবে তুমি!!
:
এই কথা গুলি কিন্তু অতি সহজ-সরল কথা, কিন্তু ভেবে দেখেছেন কথা গুলি কি সত্যিইঈ সহজ?
:
যদিও সহজ হয় তবুও এই কথা গুলি আমাদের কঠিন ভাবে নিয়ে তা বাস্তবায়ন করা উচিত্!!
:
দুনিয়ায় নয় আখেরাতে বুঝতে পারবো এই কথাগুলির মর্ম!!
:
মৃত্যুর পরে যে জীবন শুরূ হবে তা কোন দিন ও শেষ হবার নয়!!
:
সেই জীবনে দুনিয়ার কোন নেতা, বাহীনি, নিজের দাপট দিয়ে কোন কিছু করার সুযোগ পাবেনা!!
:
দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত এখানে যা সঞ্চয় করবো/করবা আখেরাতে তাই ভুগ করবো/করবা!!
:
দুনিয়ার জীবনে প্রভাবশালী করার জন্য যে মেধা ব্যায় হচ্ছে সেই মেধা-শক্তি যদি আখেরাতের জন্য ব্যায় করি তবে সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ!!
:
সেখানে নিজের উপার্জিত যা তাই কাজে আসবে কেউ কাউকে ধার দেবে না বা সাহায্যও করবেনা আপন বলতে কেউ থাকবেনা!!
:
বুদ্ধিমানের কাজ হবে দুনিয়ার দাপটের কথা ছেড়ে দিয়ে আখেরাতের কথা চিন্তা করা!!
:
হে আল্লাহ্ আপনি আমাদের কে দুনিয়ার জীবনে শান্তিতে বসবাস করার মতো তৌফিক দিন এবং আখেরাতের মুক্তির ফায়সা করে দিন!!
:
আমিন!!
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ্ আপনি আমাদের কে দুনিয়ার জীবনে শান্তিতে বসবাস করার মতো তৌফিক দিন এবং আখেরাতের মুক্তির ফায়সালা করে দিন!!আমীন ।
জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন