বঙ্গবন্ধু কি এই বিভক্তি চেয়েছিলেন ?

লিখেছেন লিখেছেন প্রক্সিমা ১৫ আগস্ট, ২০১৬, ০৯:৫৮:৩৫ রাত

** ভয়ংকর এক tendency **

ইসলাম বিরোধী ও কিছু নাস্তিক বর্তমানে বাংলাদেশে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বেশ অতিআগ্রহ দেখাচ্ছেন তা হলো পাকিস্থান এবং উর্দু ভাষা ।

।ইসলাম বিরোধীতার পাশাপাশি পাকিস্থান এবং উর্দূ ভাষাকে আক্রমন করা এদের প্রধান কাজ হয়ে দাড়িয়েছে ।

প্রতিদিন পাকিস্থান দূতাবাস বন্ধের হুমকি !

বিশ্বের কোথাও এমন রাস্ট্র পাওয়া যাবে না যেখানে পাশাপাশি দুটি রাস্ট্রের যুদ্ধের পর পরাজীত দেশটির প্রতি এমন নোংরা মানসিকতা বিরাজমান রেখেছে ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি স্বয়ং বঙ্গবন্ধু নিজেও এ ধরনের আচরন করেন নি ।

বঙ্গবন্ধু নিজে ১৯৭৪ সালে ভুট্টো কে বাংলাদেশে আমন্ত্রন জানিয়েছেন তার সাথে বুক মিলিয়েছেন এমন কি লালগালিচা সংবর্ধনা দিয়েছেন ।

তিনি জানতেন তিক্ত অতীত মনে রাখলে দেশের উন্নয়ন ব্যাহত হবে ।

কিন্তু এ কি হচ্ছে !আমরা শান্তি প্রীয় জাতি ।

আমদের পররাস্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় ।

তাহলে পাকিস্থানের সাথে খারাপ সম্পর্ক তৈরীর পেছনে আমাদের দেশ বিরোধী কোন চক্র কাজ করছে না তো ?

পাকিস্থানের সাথে বাংলাদেলের সম্পর্ক খারাপ হলে এতে লাভ কার ?নিশ্চয় ভারতের !

বর্তমানে সেকুলার .নাস্তিক. ইসলাম বিরোধী এদের সবার প্রীয় গুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,

তিনি নিজে পাকিস্তান সফর করে ভারত পাকিস্তান সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন ।

৭১ এ পাকিস্তানের সেই কুকর্মের জন্য সে সময়ের পাক শাসকরাই দায়ী হবে ।

এ দায় ভার কেন পাকিস্তানের বর্তমান প্রজন্ম নিবে ?

হঠাত করে এই পাকিস্তান বিরোধীতা অবশ্যই কোন সরযন্ত্রের অংশ ।

স্বাধীনতার পর পাকিস্তান কখনো বাংলাদেশের স্বার্থে আঘাত লাগে এমন কিছুই করে নি কিন্তু যে ভারতকে আমরা বন্ধু ভাবছি এবং ভাবতে চাই তারা প্রতিদিন বাধাহীন ভাবে সীমান্ত হত্যার মেতে ওঠে ফেলানীদেরকে নির্মম ভাবে হত্যা করে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে ,

তিস্তার পানি চুক্তিকে বৃদ্নাংগুলি দেখিয়েছে ।

সরযন্ত্রের মাধ্যমে পংগু করে দিচ্ছে আমাদের পোশাক শিল্প ।

ধ্বংশ করছে আমাদের ইসলামি সংস্কৃতি ও চেতনা ।

আর ভাষার কথা কি বলবো উর্দূ যেনো ওদের চোখের কাঁটা !বাংলাদেশে যে দলটি উর্দূকে সবচেয়ে ঘৃনা করে সে দলটির নামের প্রথম অংশই উর্দূ ভাষা থেকে নেওয়া ।তাহলে উর্দূ ভাষার বিরোধীতা করার আগে তাদের রাজনৈতিক দলের নাম আগে পরিবর্তন করা উচিত্‍ ।

আমরা ইচ্ছা করলেই কি বাংলাকে শতভাগ উর্দূ মুক্ত করতে পারবো ? অসম্ভব !

হাজার হাজার উর্দূ শব্দ রয়েছে বাংলা ভাষায় যা আমরা অনবরত ব্যাবহার করছি !

পাকিস্থানের সাথে ব্যাবসা বানিজ্য সব করবেন আর সারা দিন রাত তাদের বিরুদ্ধেই জিকির করবেন !

ডাঃ ইমরান এইস সরকার পাকিস্থানি চাদর গায়ে দিয়ে পাকিস্থানের বিরুদ্ধে শ্লোগান দেয় !

সত্যিই অস্থির লাগে এই বিবেকহীন শিক্ষিত সমাজের Paradoxical চিন্তা চেতনা জন্য !

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376331
১৫ আগস্ট ২০১৬ রাত ১১:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৬ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৩
312040
প্রক্সিমা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।
376332
১৫ আগস্ট ২০১৬ রাত ১১:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
376336
১৬ আগস্ট ২০১৬ সকাল ০৮:০৮
কুয়েত থেকে লিখেছেন : বঙ্গবন্ধু নিজে ১৯৭৪ সালে ভুট্টো কে বাংলাদেশে আমন্ত্রন জানিয়েছেন তার সাথে বুক মিলিয়েছেন এমন কি লালগালিচা সংবর্ধনা দিয়েছেন ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদجزاك الله خيرا وشكرا لك
১৬ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৪
312041
প্রক্সিমা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ধৈর্য্য ধরে পড়ার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File