*** মোনাজাতে ক্ষতি কী !***

লিখেছেন লিখেছেন প্রক্সিমা ০৫ এপ্রিল, ২০১৬, ১০:৫০:০১ রাত

=>> একদিন আমি মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে দেখি ১ রাকাত শেষ হয়ে গেছে ।

ইমাম সাহেব সালাম ফেরালেন আমিও আমার বাকী নামাজ শেষ করার জন্য দাড়ালাম ।

ঠিক তখনি ইমাম সাহেব উচ্চস্বরে শুরু করলেন মোনাজাত ।

মোনাজাত উচ্চ শব্দে ও দীর্ঘ হওয়ায় আমি সুরা .কেরাতে full attention দিতে পারছিলাম না ।বার বার ভুল হয়ে যাচ্ছিলো ।

আমার মনে হয় এ সমস্যায় অনেকে পরে থাকেন যা আপনার নামাজ নষ্ট করে দিতে পারে ।

=>> যেহেতু ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত #ফরজ_ওয়াজিব_সুন্নত_নফল_মুস্তাহাব কিছুই কিছুই প্রমান করা সম্ভব হয় নি তাই এটা বেদাত হওয়ার সম্ভাবনা চরম ।

=>> মোনাজাত শব্দের অর্থ যেহেতু চুপিচুপি চাওয়া

কিন্তু ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত উচ্চস্বরে হয় তাই এটা অর্থগতভাবে illogical ।

=>> ঠিক ফরজ নামাজের পরেই authentic হাদিস দ্বারা স্বীকৃত কিছু সুন্নতী আমল রয়েছে

যা সম্মিলিত মোনাজাতের কারনে বাধাগ্রস্থ হয় ।

=>> যেহেতু সমস্ত নামাজই দোয়া তাই নামাজের পর নিজেদের তৈরী সম্মিলিত মোনাজাত অবশ্যই বর্জনীয় ।

=>> যেহেতু এটা নিয়মীত করার কারনে অনেক মুসল্লি

একে নামাজের অংশ এমনকি আবশ্যিক মনে করে থাকেন তাই এটা ঝুকিপূর্ন ।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364767
০৫ এপ্রিল ২০১৬ রাত ১১:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : মনে করার কিছু নাই, বাস্তবিকই মোনাজাত নামাজের অংশ হয়ে গেছে।
দেখেন না, জুম্মার ফরজ সালাতের পর মোনাজাতের জন্য দীর্ঘ সময় বসে থাকলেও সুন্নতে মুয়াক্কাদার জন্য দুই নিনিট থাকা যায়না!
ভাইরে, মুনাজাত ধরুক, তাতেই বা কি ক্ষতি।
364782
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৫৩
শেখের পোলা লিখেছেন : এই নিয়ম করে নেওয়াটাই বেদাত৷ ইমাম সাহেব চাকরী বাঁচাতে ওটা করেই থাকেন৷ আল্লাহর কাম করে মজুরী না নিয়ে মুসুল্লীরা নড়তে চায়না৷ কি করা৷
364788
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২১
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হিহিহি
আমি ও ছোট্ট বেলায় ভাবতাম
মোনাজাত বুঝি নামাজের ই অংশ

মহান আল্লাহ
আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন
আমাদের ভুল গুলো মাফ করে দিন
অন্যের অসুবিধার কারন হওয়া থেকে রক্ষা করুন
আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File