একটি সুসংবাদ....! অনলাইনে উপস্থিত গনের জন্য।

লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ৩০ অক্টোবর, ২০১৫, ০৮:৩৭:২৪ রাত



আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমাদের আরেকটি প্রজেক্ট আজ থেকে শুরু হল। বিষয়ভিত্তিক বাংলা ইসলামিক লেকচারের কালেকশন নিয়ে আমাদের সাইট banglawaaz.com আজ থেকে চালু হল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার জানামতে এই রকম উদ্যোগ এই প্রথম। লক্ষ্য রাখবেন সাইটের নামে দুটি A আছে, "banglawaaz"

সাইটে যা থাকছে-

১. প্রতিটি লেকচার বিষয়ভিত্তিক সাজানো থাকবে।

২. শায়খ অনুযায়ী লেকচার সাজানো থাকবে

৩. অনলাইনে ভিডিও দেখার সুবিধা

৪. লেকচার সার্চ করার সুবিধা

৫. ছোট সাইজের ডাইরেক্ট অডিও ডাউনলোড লিঙ্ক।

৬. ভিডিও ডাউনলোড সুবিধা

৭. কমেন্ট সিস্টেম।

সাইটটি মাত্র শুরু হল। এতে অনেক লেকচার যুক্ত করা হবে ইন শা আল্লাহ। আমাদের কিছু ভাই বোন অক্লান্ত পরিশ্রম করে সাইটটি রেডি করেছেন। মহান আল্লাহর কাছে আমাদের জন্য দুয়া করবেন। সাইটে কোন লিঙ্কে সমস্যা থাকলে ঐ পোস্টে কমেন্ট করে দিবেন, আমরা ঠিক করে দিব ইন শা আল্লাহ।

ওয়েব সাইট লিঙ্কঃ

http://www.banglawaaz.com

বিষয়: বিবিধ

১৪৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347845
৩০ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৮
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
পিলাচ
৩০ অক্টোবর ২০১৫ রাত ১১:৪১
288810
মেঘ কাব্য লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
347862
৩০ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
347866
৩১ অক্টোবর ২০১৫ রাত ১২:০৯
আব্দুল গাফফার লিখেছেন : শুভকামনা রইলো । অনেক ধন্যবাদ
347871
৩১ অক্টোবর ২০১৫ রাত ১২:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File