জাকির নায়েক কে অনেকেই ইহুদী খৃস্টানদের দালাল বলে থাকেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তাদের কথায় যুক্তি আছে!

লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ১০ অক্টোবর, ২০১৫, ০৩:৩২:২৬ রাত



ডাঃ জাকির নায়েক কে অনেকেই ইহুদী খৃস্টানদের দালাল বলে থাকেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তাদের কথায় যুক্তি আছে!

আমাদের দেশে অনেক ধরনের দালাল আছে। দালালরা, দালালী করে টু পাইস কামানোর আশায়। দালালীল ভদ্র প্রতিশব্দ হল রিপ্রেজেন্টিটিভ। তাদের কাজ হল নিজের কোম্পানির প্রডাক্ট অন্যদের বুঝিয়ে সুজিয়ে গিলিয়ে ফায়দা হাসিল করা। ডাঃ জাকির নায়েকও ঠিক সেই কাজটাই করছেন।

অর্থাৎ, তিনি ইহুদী নাসারা হিন্দু খৃস্টান, বেঈমান, মোনাফিক এমন কি নাস্তিক মোর্তাদ সাবার দালাল শুধু মুমিন মুসলমান ছাড়া। কারণ তিনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সত্যের সন্ধান দিচ্ছেন।

যদি তাই না হবে তাহলে তিনি দালালী করে করে ওদেরকে মুমিন মুসলমান বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে কেন?

কিছু মুমিন মুসলমান যারপরনায়ই ডাঃ জাকির নায়েকের উপর নারাজ। তাদের চিন্তা হয়ত ডাঃ জাকির নায়েকের প্রজেক্ট সফল হলে সব ইহুদী নাসারা বেঈমানরা ঈমান এনে মুমিন হয়ে আল্লাহর ভেহেস্ত দখল করে ফেলবে, ফলে তাদের (কথিত মুমিন) জন্য সংরক্ষিত ভেহেস্তের য়গায় টান পরে যেতে পারে।লেখাটি এখানে পাওয়া........!

বিষয়: বিবিধ

১৮৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345233
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৬
শেখের পোলা লিখেছেন : মেনে নিলাম৷ ওটাতো ওয়াজী,তাবিজী মুরিদী মুমিনদের পরকালের চিন্তা৷ পীরের অনুরোধে আল্লাহ বেহেশ্ত এক্সটেনশনও করতে পারে। মেইন সমস্যা হল দুনিয়ায় যে সব ক্রেডিট জাকির নিয়ে যাচ্ছে ৷ এতে তাদের ওয়াজ তাবিজ মিলাদ কোরানখানী ব্যবসায় মন্দার সাথেে নিজেদের ক্রৈডিট পামচার হয়ে যাচ্ছে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File