বিষয়ঃ নিজের বউকে তালাক!!!
লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫১:২৪ বিকাল
আস্সালামু আলাইকুম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিয়ে করার দুবছরের মাথায় আমার বিয়ে করা বউটাকে তালাক দিতে বাধ্য হতে হচ্ছে!! অন্য দশজনের মত সংসারকে সুন্দর করে সাজানোর প্রাণপণ চেষ্টা করেছি। মাথায় বুদ্ধি ও যত প্রকারের যুক্তি আছে সবগুলো প্রয়োগ করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি!
আমি যতই সমাধানের পথে অগ্রসর হতে চাই সে তত বেশি সমস্যা সৃষ্টি করে.....। এক কথায় আমার দেয়া যুক্তিপূর্ণ কথা গুলো তার কাছে গ্রহণযোগ্য নয়। সে যুক্তিক কথা শুনতেও রাজি নয়। এমন অবস্থায় তালাকের পথ ছাড়া অন্য কোন পথ আমার কাছে খোলা নেই।
এখন সমস্যা হচ্ছে (কাবিননামা) বিয়ের সময় কাবিন ধরা হয়েছিলো ৪ লক্ষ টাকা!! নগদ ২ লক্ষ আর বাকি ছিলো ২ লক্ষ.....। এই মুহুর্তে ২ লক্ষ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এই অবস্থায় কি করতে পার??
বিষয়: বিবিধ
২০৬৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিনামে খারাপ হয় আরো বেশি। প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয় ওর অন্যায় কাজের জন্য।
এমন না করতে বলেছিলাম করলে কেন জিজ্ঞেস করে প্রশ্ন বন্দী করলে এখন আপনি কি বলতে চাচ্ছেন? বলে প্রশ্ন ছুড়ে দেয়..... প্রশ্নের ইংগিতে থাকে কথা মানতে পারবনা আপনি যা ইচ্ছে করেন।
আমি অনেক সয্য ধৈর্য্য ধরেছি এখন আর পারছিনা! বউ যদি যুক্তিক কথা না শুনে সংসার করে কি হবে?? আমি চাইনা ওর মূল্যবান জীবনটা অনর্থক করে রাখতে.....
মনে হয়েছে ওনি আমাকে নিয়ে মনের ভেতরে তৃপ্ত নয়। যদিও ওর একটি চাওয়া বাদ দিয়ে উল্লেখযুগ্য সব চাওয়ায় পুর্ণ করেছি......!
ভাইয়া, আপনি ছেড়ে দেবার পরে তিনি কি নতুন কোরে সংসারি হবেন
আমি সেটা হতে দিতে পারিনি! ওর মাও এই সংসার ভেঙে যাবার পথে ৮০ভাগ দায়ী বলে মনে হয়েছে।
ওর মা ওকে যা পরামর্শ দেয় তা প্রয়োগ করতে হবেই ওকে.....! ওর মার পরামর্শ প্রয়োগ করতে গিয়েই পরিবারে অশান্তির পর অশান্তি। শেষ পর্যন্ত কঠিন পথে.......।
এখনো তালাক বলা হয়নি তবে তালাকের ইংগিত দেয়া হয়েছে.... ওনি বিচলিত হয়েছে বলে মনে হয়নি!!! @আব্দুল গাফ্ফার
আমার হাতে টাকা নেই তাই পরামর্শ আহবান মুলক লেখা।
ভাইয়া আগামী কাল বিডি টাইম সন্ধ্যা ৭ টায় আমাদের ব্লগ ঈদ আনন্দ অনুষ্ঠান হবে ,আমাদের সাথে থাকার জন্য আপনার দাওয়াত রইল ।
কিরে ভাই,এ যে দেখি মিল একেবারেই আমার সাথে!
৪লাখ দেন মোহর আমার বেলায়ও!
তবে আমি অপেক্ষা করেছি,তালাক দেই নি। বউ দিয়েছে তাই টো অনাদায় ২ লাখ দিতে হয়নি আমাকে!
যদিও ৪লাখের বেশী আগেই আদায় হয়েগিয়েছিল ,কাগজে লিখা ছিল ২ লাখ!
কি আর করবেন,আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য্য নিয়েই বাচতে হবে এখন!
অনুগ্রহ করে জানান।
মোহরানা স্ত্রীদের হক্ব!এটা আদায় করতেই হবে! তবে তালাক দেয়ার বেলায় স্ত্রীরা যদি সম্মত হয় বাকী মোহরানা দিতে হবে না তাহলে না দিলেও চলবে!শরিয়তের পরিভাষায় একে 'খোলা তালাক' বলে!
আমার ক্ষেত্রে 'খোলা তালাক' হয়েছিল!
এবং এগুলো কিন্তু শরিয়ত মতে সঠিক !
ইসলাম ধর্ম কি কোন প্রতারনাকে প্রমোট করে ? সূরা বাকারার ২২৮-২২৯ নং আয়াত দেখুন
আপনার উপর যদি কারও দেখভালের দায়িত্ব পড়ে তাহলে সেটা আপনি ভালভাবে করতে পারবেন যখন সে আপনার কাছে থাকবে । আরেকজনের কাছে থাকলো যেখানে আপনার সেখানে কদাচ যাওয়া হয় - এরকম একটা অবস্থায় যদি তার কোন সমস্যা হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ী কে ? সমাজ নিশ্চয়ই আপনাকে ছাড়বে না কারণ আপনি তার স্বামী বলে ।
কিন্তু মেয়ের বাবা মা , বিশেষ করে এখনকার মেয়ের মা এক্ষেত্রে মেয়েকে কখনই এভাবে গড়ে তোলে না যে বিয়ের পর মেয়েদেরকে স্বামীর কাছেই থাকতে হয় । কারণ স্বামী তাকে বিয়ে করেছে , দেন মোহর দিয়েছে এবং ভরণ পোষন করছে । সে স্বামীকে বিয়ে করে নি , সে বিয়ে বসেছে । বিয়ে করা এবং বিয়ে বসা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
আপনি যখন কোন কোম্পানীতে চাকরি করবেন তখন আপনার অফিস কোথায় হবে ? আপনার বাসায় , নাকি কোম্পানী নির্ধারিত স্থানে ? আপনি আপনার বাসায় থেকে অফিস করতে চাইলে কোম্পানি কি সেটা এলাউ করবে ?
এই সহজ বাক্যটি মেয়েরা শুধু মাত্র স্বামীর সংসার তথা শশুরালয়ে যাবার সময় ভুলে যায় ।
আর মেয়েকে যদি রেখে দেবারই চিন্তা মাথায় থাকে তাহলে এটা বিয়ের আগেই ক্ল্যারিফাই করা উচিত ছেলে ও ছেলে পক্ষের কাছে । তাহলে ছেলেপক্ষে ব্যাপারটা নিয়ে চিন্তা করবে - এগুবে , নাকি পিছাবে । মেয়ে ও মেয়ে পক্ষ বিয়ের সময় সঠিক তথ্য দেয় না বা লুকোচুরি করে - এটা ধ্রুব সত্য।
বেশী ভাগ ক্ষেত্রেই আত্মমর্যাদা সম্পন্ন কোন ছেলেই ঘর জামাই হতে চায় না এবং সে চায় তার বৌ তার কাছেই থাকবে এবং এটাই শরিয়ত সন্মত ।
আপনি তালাক দেবেন না ,উনাকেই দিতে দিন । তালাক খাবার পর দেখবেন আপনার জীবন সত্যিই আনন্দময় হয়ে উঠেছে । কি দমবন্ধকর একটা পরিবেশ হতে আপনি যে মুক্তি পেয়েছেন সেটা আপনি বুঝবেন তালাক খাবার ৩/৪ মাস পরে । আপনার উপর কারও ফপড় দালালি করার থাকবে না , আপনাকে সব সময়ই দৌড়ের উপর আর থাকতে হবে না । আপনি আপনার আপনজনের জন্য সময় দেবেন । এরা আপনাকে দৌড়ের উপর রাখবে না এবং আপনার উপর চাপও দেবে না । আপনার কষ্ট এরা ভাল বুঝবে ।
তালাকে যদি সবসময়ই স্ত্রীর জয় হয় তাহলে তো মেয়েরা বিয়েটাকে টাকা কামানোর একটা উপায় বানিয়ে ফেলবে । বিয়ে করবে আর তালাক দিবে এবং দেনমোহর ও অন্যান্য জিনিস হাতিয়ে নেবে স্বামীর কোন শরিয়ত মোতাবেক দোষ না থাকলেও ।
এরকম একটা ব্যাপারকে কি ইসলাম সমর্থন করবে ? সূরা বাকারার ২২৮-২২৯ নং আয়াত দেখুন ।
ফলে যা হবার তাই হয়েছে । নিশ্চিত থাকেন যে তারা তাদের মেয়ের জন্য একটা ভাল পাত্র ( অবশ্যই পয়সা ওয়ালা এবং ১০ লাখ তদুর্ধ্ব দেন মোহর দিতে পারার সামর্থ আছে ) সিলেক্ট করে ফেলেছে । আপনার সাথে তালাক হবার ৩ মাস পরেই বিয়ে বসবে ।
খোঁজ নিয়ে দেখবেন যে ইতিমধ্যেই আপনার অগোচরে সে ঐ নতুন ছেলের সাথে ঘোরাফেরা শুরু করে দিয়েছে । জানার পরে এটাই আপনাকে মহাপীড়া দেবে ।
মন্তব্য করতে লগইন করুন