**ডেউয়া** একটি ফলের নাম!! হয়তো অনেকে চেনেননা....

লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৫:১৯ রাত

**ডেউয়া**

বৈজ্ঞানিক নাম: Artocarpus lakoocha

গোত্র: Moraceae



আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রিয় এ ফল।এটি আমাদের দেশের গ্রাম এলাকায় ডেউয়া বেশি পাওয়া যায়। ডেউয়ার ফুল গুলো অতি ক্ষুদ্র, হলুদাভ, একসাথে জড়িয়ে একটি গোলাকৃতির হয়।



ফল অনেকটা অনিয়মিত গোলাকৃতির, ২-৫ ইঞ্চি চ্ওড়া হয়, পাকলে হলুদ রঙ ধারন করে।

প্রতিটি ফলের মধ্যে ২০-৩০টি বীজ থাকে। বীজের গায়ের মাংসল অংশটাই খাওয়া হয়। প্রতিটি ফল ২০০-৩৫০ গ্রাম হতে পারে।

খেতে মিষ্টি জাতীয় চুকা বা টক-মিষ্টি। অনেকে কাঁচা ফল দিয়ে আচার বানায়।



ডেউয়া গাছ ১০-১৫ মিটার লম্বা হয়। দেখতে অনেকটা কাঁঠাল গাছের মত।

সূত্র অনলাইন।

বিষয়: বিবিধ

২৮৩১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340190
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৬
নাবিক লিখেছেন : আমাদের বাড়ীতে অনেক আগে এই ফলের একটি গাছ ছিলো। কিন্তু ফলগুলো এতোই টক হতো'যে কেউ তা মুখে দিতে পারতো না। তাই গাছটা একদিন কেটে লাকড়ি করে ফেলা হয়েছিলো। আপনার পোস্ট দেখে গাছটার কথা মনে পড়লো। ধন্যবাদ...
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
281571
মেঘ কাব্য লিখেছেন : হায় হায়..... গাছটা কেটে পেললেন!!! সব গুলো টক হয়না....। যেমনঃ সব আম টক হয়না।

আমাদের ৪ টা গাছ ছিলো ৩টা গাছেই কেটে পেলা হয়েছে....! নতুন ঘর তুলার জন্য। এখনো একটা আছে খুব বেশি ধরেনা। ফল গুলো খুবই মিস করি।
340202
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেখেছি কিন্তু খাইনাই কখনও।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৪
281572
মেঘ কাব্য লিখেছেন : বাজারে পাওয়া যায়, খুব বেশি দামী নয় ইচ্ছে করলে কিনে খেতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
340220
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৩
আফরা লিখেছেন : ছোট্টবেলায় এই ফলটা আমি খেয়ে ছিলাম একটু টক টক মিষ্ট ।ধন্যবাদ ভাইয়া
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২২
281588
মেঘ কাব্য লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
340235
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। এবার দেশে এই ফলের ভর্তা খেয়েছি! ইয়াম্মি! জিভে জল চলে আসলো ভাবতেই. Cook

জাযাকাল্লাহ খাইর! Good Luck
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৫
281616
মেঘ কাব্য লিখেছেন : ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
340256
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ডেউয়া ফল আমি চিনি কিন্তু।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
281827
মেঘ কাব্য লিখেছেন : কখনো খেয়েছেন??
340262
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৪
মাটিরলাঠি লিখেছেন : ডেউয়া, ডাউয়া খুবই ভালো লাগে। ইদানীং হাইব্রিড ডেউয়া পাওয়া যায়, তবে দেশীটির স্বাদ বেশী ভালো। টকমিষ্টি মিশ্রিত ভিন্ন স্বাদের একটি দান মহান আল্লাহ পাকের।

ডেউয়ার মতই আরেকটি ফল আছে, খেতেও ডেউয়ার মতই কিন্তু দেখতে কাঁঠালের মত। তাই নাম বনকাঁঠাল।

বোকা অর্থে ডাউয়া শব্দের প্রচলন আছে বাংলাদেশের কোন কোন জায়গায়। এখান থেকে আরেকটি শব্দের উৎপত্তি "আবডাউয়া।"

কাঁচা ফল দিয়ে আচার বানানো যায়, বিষয়টা আপনার পোষ্ট থেকে প্রথম জানলাম। অনেক অনেক ধন্যবাদ।

০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
281828
মেঘ কাব্য লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
340273
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১৬
জ্ঞানের কথা লিখেছেন : ডাউয়া গাছের ছাল আর পান খেলে পুরাই পানশুপারির মতো লাল হয়।
ফলটাও অনেক দারুন আলহামদুলিল্লাহ।

ছোটবেলা পাখি শিকার করতে গিয়ে ডাইয়া বনে বসে বসে পাকা ডাউয়া খেতাম। এখন তা শুধুই স্মৃতি।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
281829
মেঘ কাব্য লিখেছেন : স্মৃতি মনে করিয়ে দিলাম!!! এখন বাজার থেকে কিনে খাবেন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
281847
জ্ঞানের কথা লিখেছেন : বাজারে পাওয়া দুস্কর! পার্সেল করুন বিল দেয়া হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File