বাংলাদেশের জয়ে অবাক হওয়ার কিছু নেই : বেহারদিন
লিখেছেন লিখেছেন প্রতিবাদী মানব ১৩ জুলাই, ২০১৫, ১০:৪৯:৪৯ সকাল
স্বাগতিকদের অনায়াসে হারিয়েছিল দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে। অথচ সেই দক্ষিণ আফ্রিকাই দ্বিতীয় ওয়ানডেতে একেবারে বিধ্বস্ত। তবে মাশরাফির দলের সাফল্যে বিস্মিত নন প্রোটিয়াদের মিডল অর্ডার ব্যাটসম্যান ফারহান বেহারদিন।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বেহারদিন বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটোই আজ অসাধারণ ছিল। তারা খুব ভালো খেলেছে। দিনটা আসলে তাদেরই ছিল। বাংলাদেশের জয়ে বিস্ময়ের কিছু নেই। তারা শক্তিশালী দল। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সে প্রমাণও দিয়েছে।’
বাংলাদেশ-বন্দনা এখানেই থামেনি বেহারদিনের। এই ডানহাতি ব্যাটসম্যান জানালেন, ‘প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ছিল। তারা যে ধাক্কা দিতে পারে সে শঙ্কা আমাদের ছিল। তাই আমরা সতর্ক ছিলাম। বাংলাদেশ যে ভালো খেলেই জিতেছে তাতে কোনো সন্দেহ নেই। ভালো খেলার সামর্থ্যও তাদের আছে।’
তাই বলে নিজেদের ব্যর্থতাও আড়াল করছেন না তিনি, ‘ব্যাটিংয়ে বেশ কিছু ভুল ছিল আমাদের। বেশ কয়েকজন ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হয়েছে। আর বোলিংও ভালো হয়নি। বোলিংয়ে শুরুতে সাফল্য পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। তাই জেতাও সম্ভব হয়নি।’
ফিল্ডিং নিয়েও অসন্তুষ্ট বেহারদিন, ‘আজ আমাদের ফিল্ডিং অন্য দিনের মতো হয়নি। কয়েকটি ক্যাচ মিস ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে। এটা আমাদের হারের অন্যতম কারণ।’
সূত্রঃ এনটিভি
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন