কুরআন এপস তৈরীতে সচেতনতা চাই
লিখেছেন লিখেছেন আলিম হায়দার চৌধুরী অনিক ০৬ নভেম্বর, ২০১৫, ০২:১১:৪০ রাত
,
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যণীয় বিষয়।
প্লেষ্টোরে যেসব বাংলা কুরআনের এপস আছে সেগুলোর মধ্যে কুরআন বাংলা এপসটি অন্যতম । martinvillar.com যারা এই এপসটির ডেভেলপার
এই এপসটি খুব ভালো একটি এপস আমি যতোটুকু ব্যবহার করেছি তার জন্যে বললাম ।
প্রায় অনেকেরই কাছে আছে
তবে আজকে সুরা আল ইমরান পাঠ করতে গিয়ে একটি শব্দের অনুবাদের ভুলের কারণে বার বার আমি দ্বিধাদ্বন্দে পড়ে গিয়েছিলাম।
সুরা আল ইমরানের ৮১ নং আয়াতে উল্লেখ আছে অঙ্গীকার আর এই এপসটিতে উল্লেখ আছে অস্বীকার যার কারণে আমি আয়াতটি উপলব্ধি করতে অনেক সমস্যার সম্মুখীন হই।
তাই আমাদের সকলের উচিত অন্তত ইসলাম প্রিয় ভাই বোনদের যে তারা যেনো এসব বিষয়গুলো চেক করে দেখার।
কারণ একটু ভুলের কারণে পুরো কুরআনের অৰ্থ ও মূলভাবটা পরিবর্তন হয়ে যায় এবং মানুষ পথভ্রষ্ট হয়ে যায়।
এপস ডেভেলপার দের এটি অবশ্যই দেখার বিষয় যে তাদের অসেচনতার কারণে কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিনা।
তাই বিশেষ করে ইসলামিক এপস কুরআন এবং হাদীসের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে।
আল্লাহ সহায় হউন
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন