আল্লাহ কি ৯৯ নামেই সীমাবদ্ধ?
লিখেছেন লিখেছেন আলিম হায়দার চৌধুরী অনিক ০৪ নভেম্বর, ২০১৫, ১১:১৭:০৫ রাত
বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আল্লাহ কি ৯৯টি নামে সীমাবদ্ধ ?
মহান আল্লাহ সুবানুতায়ালার অসংখ্য সুন্দর নাম আছে।
হযরত মূসা আ এর উপর যে তাওরাত তাতেই রয়েছে ৩০০শত
হযরত দাউদ আ এর যাবুর কিতাবে রয়েছে ৩০০ শত
হযরত ঈসা আ এর ইঞ্জিল কিতাবে রয়েছে ৩০০ শত।
তন্মধ্যে সবথেকে সুন্দর এবং মহিমান্বিত নামগুলি এসেছে মহাগ্রন্ত্র আল কুরআনে।
আল্লাহর সুন্দর নামগুলি সম্পর্কে আল্লাহপাক নিজেই বলছেন পবিত্র কুরআনে
"আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম
তোমরা সে সব নাম ধরে তাঁর নিকট দুআ কর "
সূরা আরাফ ১৮০
আল্লাহ কে কি নাম ধরে ডাকলে দুআ কবুল হয়?
বুরাইদা ইবনুল হুসাইব রা হতে
রাসূল সঃ
এক ব্যক্তিকে এই দুআটি করতে শুনলেন
"হে আল্লাহ আমি এই ওসিলায় আপনার নিকট প্রার্থণা করছি যে আমি সাক্ষ্য দেই আল্লাহ আপনি ব্যতীত সত্য কোন উপাস্য নেই।
আপনি একক ও মুখাপেক্ষী হীন,
যিনি কাউকে জন্ম দেন নি কারও নিকট হতে জন্ম নেন নি,
যার সমকক্ষ কেউ নেই।
তখন রাসূল সঃ বললেন
তুমি এমন নাম ধরে আল্লাহর নিকট প্রার্থণা করেছ যে নাম ধরে প্রার্থনা করলে তিনি দান করেন এবং যে নাম ধরে ডাকলে তিনি ডাকে সাড়া দেন
তিরমীযি ৩৪৭৫ আবু দাউদ ১৪৯৩ ইবনে মাযাহ ৩৮৫৭
হাদীস সহীহ।
এই দুআর সাথে এই হাদীসটি সম্পৃক্ত
উবাই ইবনে কাব রা হতে বর্ণিত ,রাসূল সঃ এর কাছে যখন মুশরিকরা এসে বলল , হে মুহাম্মদ,আপনি আমাদেরকে আপনার রবের বংশ পরিচয় ।তখন আল্লাহ তায়ালা নাযিল করেন সূর ইখলাস
"(হে নবী ) আপনি বলে দিন, তিনি আল্লাহ একক। আল্লাহ অমুখাপেক্ষী ।তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই। (মুসনাদ আহমদ ও তিরমীযি )
ইদানীং দেখা যাচ্ছে কিছু ধর্মীয় সংগঠন অভিযোগ করছে ডাঃ জাকির নায়েক আল্লাহকে ব্রহ্মা বলতে বলেছেন বা বললে কোনো সমস্যা নাই তাই তিনি কাফের। এই নীচের হাদীসটি তাদের জন্যেই
আব্দুল্লাহ ইবনে মাসাউদ রা হতে বর্ণিত
রাসূল সঃ এর দুআ
আমি আপনাকে সেই সকল নাম ধরে প্রার্থণা করছি যে নামগুলো আপনি নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন।অথবা সৃষ্ট জগতের কাউকে শিক্ষা দিয়েছেন অথবা আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার নিজের কাছেই ইলমে গায়েব অদৃশ্য জ্ঞান এ সংরক্ষিত রেখে দিয়েছেন।
মুসনাদ আহমদ হাদীস নঃ ৩৭০৪ সিলসিলা সহীহা আলবানী রহঃ।
উপরোক্ত হাদীসই প্রমাণ করে আল্লাহ সুবানুতায়ালা কোনো সংখ্যার নামে সীমাবদ্ধ নয় ॥
বরং তাঁর নামের সংখ্যা কত এই সম্পর্কে শুধুমাত্র তিনিই অবগত ।
তবে একজন মুসলিমের উচিত আল্লাহকে কুরআন এবং হাদীস মোতাবেক নামেই ডাকা।
আল্লাহপাক আমাদের তাঁর নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক ॥
আমীন
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহপাক আমাদের তাঁর নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক ॥
মন্তব্যের জন্যে ধন্যবাদ
হিন্দুদের হাজার দেব দেবি ওটা ওদের দরকার।
এজন্য কেউ যদি রব হিসেবে ব্রক্ষা বলে সেটা তিনি গ্রহনীয় বলেছেন অর্থাৎ অর্থের দিক থেকে। এবং সাথে এ কথাও বলেছেন যে, তবে কেউ যদি মনেকরে যে ব্রক্ষা যার ১০ টি মাথা বা অংগ তাহেল তা গ্রহনীয় নয়।
আল্লাহর নাম ৯৯ এ সীমাব্দ নয় তবে হাদীস অনুসারে ৯৯ নাম যে মুখস্ত করবে ও সে অনুযায়ী আমল করবে তার জন্য জান্নাতের সুসংবাদ।
মন্তব্য করতে লগইন করুন