রমাজান থেকে কী পেলাম!
লিখেছেন লিখেছেন আমি একজন মুসলিম ১১ জুলাই, ২০১৫, ১১:০৬:০৮ সকাল
شهر رمضان الذي انزل فيه القرآن هدا للناس و بينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصمه الآية سورة البقرة
এ রমজান মাস! এতে আলকুরআন নাযিল হয়েছে! মানবজাতির পথদেখাতে আর পথের বিবরণ, হক ও বাতিলের আলাদাকারীহিসাবে! তোমাদের যে এ মাসের দেখা পায় সে যেন সিয়াম সাধনা করে! ..সূরা বাকারা, আয়াত ১৮৫।
অপর দিকে নবী সা. বলেছেন: যে সওম পালন করেও বাতিল কথা ও কাজ পরিহার করল না তার এ খাবার-পানি পরিহারে اللهর কোন দরকার নেই! (আল হাদীছ)
সুতরাং আমাদের ভাবনার দরকার যে আমরা কেমন সওম পালনকারী!
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন