একটি ভুল নাম : আব্দুন নবী

লিখেছেন লিখেছেন নাবিক ২৩ অক্টোবর, ২০১৬, ০৮:৩৪:৩৬ সকাল



আমাদের সমাজে কোনো কোনো মানুষের এই নাম বা এ ধরনের নাম শোনা যায়। এভাবে কারো নাম রাখা ঠিক নয়।

আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আর আব্দুন নবী অর্থ নবীর বান্দা। কোনো মানুষ নবীর বান্দা হতে পারে না; নবীর উম্মত। হাঁ, আব্দুন নবী এর আরেকটি অর্থেরও অবকাশ আছে। তা হল, নবীর গোলাম, কৃতদাস। কিন্তু প্রথম অর্থ ওটাই যা আগে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও হাদীস শরীফে এসেছে- আল্লাহ ছাড়া কারো সাথে ‘আব্দ’ শব্দযুক্ত নাম নবীজী পরিবর্তন করে দিয়েছেন।

প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রা.-এর নাম ছিল, আবদে আম্র (আমরের বান্দা)। কোনো কোনো বর্ণনায় রয়েছে, তাঁর নাম ছিল, আব্দুল কা‘বা (কা‘বার বান্দা)। ইসলাম গ্রহণের পর নবীজী তাঁর এ নাম পরিবর্তন করে রাখলেন, আবদুর রহমান (রহমানের বান্দা-আল্লাহর বান্দা)। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৭৩১, ৫৩৩৫; মুজামে কাবীর, তবারানী, হাদীস ২৫৩, ২৫৪

আরেক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার (পাথরের বান্দা)। নবীজী শুনলেন- তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে। তাকে ডেকে বললেন, তোমার নাম কী? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজী বললেন, বরং তুমি আব্দুল্লাহ (আল্লাহ্র বান্দা)। -আলআদাবুল মুফরাদ, হাদীস ৮১১; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৫৯০১

সুতরাং শুধু নবী শব্দই নয়, আল্লাহ ছাড়া আর কারো সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়!

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378968
২৩ অক্টোবর ২০১৬ সকাল ১১:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, আমাদের সমাজে এ ধরনের শত হাজার নাম আছে।
378986
২৩ অক্টোবর ২০১৬ রাত ০৮:৫৯
নাবিক লিখেছেন : হুম
381808
১২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, মুহতারাম, বাংলাদেশীদের নাম রাখার ধরণ দেখলে মাঝে মাঝে তাজ্জুব বনে যেতে হয়।
ধন্যবাদ আপনাকে
অনেক দিন আপনাকে ব্লগে পাচ্ছিনা। কোথায় হারিয়ে গেলেন??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File