পুরোনো কিছু ছবি
লিখেছেন লিখেছেন নাবিক ১০ জুলাই, ২০১৬, ১০:০৪:৪১ রাত
১.
গুলিস্থান, রাজউক ভবনের পিছনে, ১৯৫০ সাল।
২.
বি এ এফ শাহিন স্কুল , ঢাকা। (আশির দশক)
৩.
জাতীয় সংসদ ভবন এরিয়া, ১৯৭৫ সাল।
৪.
ঢাকার রাস্তা, ১৯৬০ সাল।
৫.
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, ১৯৭৭ সাল।
৬.
সুত্রাপুর ব্রীজ, ১৮৭০ সাল।
৭.
১৯৭৩ সালে মুক্তি পাওয়া রংবাজ ছবির পোস্টার।
৮.
নিউ ইস্কাটনের একটি ক্লাব হাউজ, ১৯৭০ সাল।
৯.
জগন্নাথ ইউনিভার্সিটি, ১৯০৩সাল। আগে এর নাম ছিলো জগন্নাথ কলেজ।
১০.
ফুলার রোডে অবস্হিত ১টা বাংলো, ১৯৫০ সাল।
১১.
ধানমণ্ডি লেক, ১৯৭০ সাল।
১২.
বুড়ীগঙ্গা নদী, ১৯৭০ সাল।
১৩.
পুরান ঢাকার লক্ষীবাজারে ৬১/১ সুভাষ বোস এভিনিউতে স্থানান্তরিত সেন্ট গ্রেগরীজ কলেজ, যা পরবর্তীকালে নটর ডেম কলেজ নাম ধারণ করে। ১৯৫৫ খ্রীস্টাব্দের মে মাস পর্যন্ত এখানেই কলেজের কর্মকাণ্ড অব্যাহত ছিল।
১৪.
বাইতুল মোকারম মসজিদ, ১৯৮১ সাল।
১৫.
ঢাকার গভর্নর হাউস, ১৯০৪ সাল।
ছবিগুলো ফেইসবুক থেকে সংগ্রহ করা।
বিষয়: বিবিধ
২২৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিগুলো অনেক কিছুই মনে করিয়ে দিলো। তবে নায়ক... পোষ্টার এগুলো না থাকলে আরও ভাল লাগতো।
মন্তব্য করতে লগইন করুন