পুরোনো কিছু ছবি Rose

লিখেছেন লিখেছেন নাবিক ১০ জুলাই, ২০১৬, ১০:০৪:৪১ রাত

১.

গুলিস্থান, রাজউক ভবনের পিছনে, ১৯৫০ সাল।

২.

বি এ এফ শাহিন স্কুল , ঢাকা। (আশির দশক)

৩.

জাতীয় সংসদ ভবন এরিয়া, ১৯৭৫ সাল।

৪.

ঢাকার রাস্তা, ১৯৬০ সাল।

৫.

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, ১৯৭৭ সাল।

৬.

সুত্রাপুর ব্রীজ, ১৮৭০ সাল।

৭.

১৯৭৩ সালে মুক্তি পাওয়া রংবাজ ছবির পোস্টার।

৮.

নিউ ইস্কাটনের একটি ক্লাব হাউজ, ১৯৭০ সাল।

৯.

জগন্নাথ ইউনিভার্সিটি, ১৯০৩সাল। আগে এর নাম ছিলো জগন্নাথ কলেজ।

১০.

ফুলার রোডে অবস্হিত ১টা বাংলো, ১৯৫০ সাল।

১১.

ধানমণ্ডি লেক, ১৯৭০ সাল।

১২.

বুড়ীগঙ্গা নদী, ১৯৭০ সাল।

১৩.

পুরান ঢাকার লক্ষীবাজারে ৬১/১ সুভাষ বোস এভিনিউতে স্থানান্তরিত সেন্ট গ্রেগরীজ কলেজ, যা পরবর্তীকালে নটর ডেম কলেজ নাম ধারণ করে। ১৯৫৫ খ্রীস্টাব্দের মে মাস পর্যন্ত এখানেই কলেজের কর্মকাণ্ড অব্যাহত ছিল।

১৪.

বাইতুল মোকারম মসজিদ, ১৯৮১ সাল।

১৫.

ঢাকার গভর্নর হাউস, ১৯০৪ সাল।

ছবিগুলো ফেইসবুক থেকে সংগ্রহ করা।

বিষয়: বিবিধ

২২৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374329
১০ জুলাই ২০১৬ রাত ১০:১৫
হতভাগা লিখেছেন : রংবাজ ছবিতে নায়ক জসিমও ছিল , ভিলেন হিসেবে । সেখানে রাজ্জাকের নাম রাজ্জাকই ছিল আর জসিমের নাম জসিমই ছিল । (অনেক দিন আগে ছবির একটা কাটিং এ দেখেছিলাম)
১১ জুলাই ২০১৬ রাত ০৯:৫৭
310611
নাবিক লিখেছেন : হুম ধন্যবাদ Rose
374330
১০ জুলাই ২০১৬ রাত ১০:৫৮
দ্য স্লেভ লিখেছেন : দারন ছবি ভালো লাগল। কিন্তু নায়ক রিজাজের ছোটবেলার ছবি দেওয়ার কারন বুঝিনি Happy
১১ জুলাই ২০১৬ রাত ০৯:৫৯
310612
নাবিক লিখেছেন : কোনো কারণ নাই, ভালো লাগলো তাই দিলাম, ধন্যবাদ।।
374334
১০ জুলাই ২০১৬ রাত ১১:০৪
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ জুলাই ২০১৬ রাত ১০:০০
310613
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
374336
১০ জুলাই ২০১৬ রাত ১১:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সুন্দর লাগলো
১১ জুলাই ২০১৬ রাত ১০:০০
310614
নাবিক লিখেছেন : ধন্যবাদ
374338
১১ জুলাই ২০১৬ রাত ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুলিস্তান এ যে সত্যই গুল( মানে ফুল) এর বাগান ছিল সেটা কি এখন বিশ্বাস হয়!!!!
১১ জুলাই ২০১৬ রাত ১০:০২
310616
নাবিক লিখেছেন : বিশ্বাস তো হয়না, ধন্যবাদ।
374399
১১ জুলাই ২০১৬ রাত ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : পুরাণো স্মৃতি রোমন্থন ভাল লাগল। ধন্যবাদ।
১১ জুলাই ২০১৬ রাত ১০:০৩
310617
নাবিক লিখেছেন : স্বাগতম Rose
374402
১১ জুলাই ২০১৬ রাত ০৯:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ছবিগুলো অনেক কিছুই মনে করিয়ে দিলো। তবে নায়ক... পোষ্টার এগুলো না থাকলে আরও ভাল লাগতো।
১১ জুলাই ২০১৬ রাত ১০:০৬
310618
নাবিক লিখেছেন : ধন্যবাদ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File