নিজে কোরআন বুঝুন
লিখেছেন লিখেছেন নাবিক ০৩ জুলাই, ২০১৬, ১২:১৮:১৪ দুপুর
আমাদের দেশের কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগার ও লেখকরা পবিত্র কোরআনের আয়াতগুলো ভালোভাবে না বুঝেই তার অপব্যাখ্যা করতে শুরু করে।
বিশেষ করে "জিহাদ ও নারী" রিলেটেড আয়াতগুলো নিয়া ওদের লাফালাফিটা একটু বেশি।
আগে পরের আয়াত না পড়ে, সঠিক অর্থ না বুঝে এবং অবতরণের প্রেক্ষাপট না জেনে, শুধুমাত্র একটি আয়াত অথবা কিছুটা আয়াতাংশ লেখায় তুলে ধরে ঐ আয়াতের ভুলভাল মনগড়া একটা ব্যাখ্যা ওরা দিয়ে দেয়।
আবার কিছু কিছু নাস্তিক আছে যারা জেনে বুঝেই শুধুমাত্র ইসলাম ও কোরআনের প্রতি বিদ্বেষবশত কোরাআনের উল্টা-পাল্টা ব্যাখ্যা করে থাকে।
আর ইসলাম ও কোরআন সম্পর্কে স্বল্পজ্ঞান সম্পন্ন কিছু মানুষ সেসব লেখাগুলো পড়ার পর ইসলাম ও কোরআনের প্রতি মনে মনে সন্ধেহ পোষণ করতে থাকে।
তাদের প্রতি আহবান, পবিত্র কোরআনের এইসব মনগড়া অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে, নিজে কোরআন পড়ার এবং কোরআন বুঝার চেষ্টা করুন।
বাংলা ভাষায় লিখিত পবিত্র কোরআনের বহু তাফসির গ্রন্হ এখন আমাদের দেশে পাওয়া যায়। ইচ্ছে থাকলে খুব সহজেই পবিত্র কোরআনের যেকোনো সহি তাফসির গ্রন্হ আপনি সংগ্রহ করতে পারবেন। অনলাইনেও বাংলা তাফসির গ্রন্হের বিশাল এক ভাণ্ডর রয়েছে। গুগলে "তাফসির" লিখে সার্চ দিলেই অনেক সহি তাফসির গ্রন্হ যেমন, মারেফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাহফীমুল কোরআন ইত্যাদি তাফসির পেয়ে যাবেন।
সুতরাং অন্যের ভুলভাল ব্যাখ্যায় দ্বিধান্বিত না হয়ে, নিজে কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআনকে বুঝুন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্র কোরআন জানার এবং বুঝার তৌওফিক দান করুন।।।
বিষয়: বিবিধ
১৬৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন