নাবিকের ছড়া-টড়াঃ আষাঢ়-শ্রাবণ
লিখেছেন লিখেছেন নাবিক ২৭ জুন, ২০১৬, ১২:৫২:০২ দুপুর
.
.
.
আষাঢ়-শ্রাবণ দু'টি মাসে,
হর-হামেশাই বৃষ্টি আসে,
টিনের চালে টাপুর-টুপুর,
খুকুর পায়ে সোনার নূপুর।
.
ঝম-ঝমিয়ে মুষলধারে,
বৃষ্টি নামে বন-বাদাড়ে,
কাঁজল বিলে ফুটে শালুক,
মরা গাঙে নৌকা চলুক।
.
.
মাঝে মাঝে মেঘের ডাক,
ধানের ক্ষেতে মাছের ঝাক,
আষাঢ়-শ্রাবণ দুটি মাস-ই,
তাই তো অনেক ভালোবাসি।।
বিষয়: বিবিধ
১৭৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়া দারুন হয়েছে। ধন্যবাদ।
Click this link
মন্তব্য করতে লগইন করুন