ভুল বিশ্বাস
লিখেছেন লিখেছেন নাবিক ২১ জুন, ২০১৬, ১০:৫৬:০৯ রাত
কিছু কিছু মানুষের মুখে এমন কি অনেক আলেমের মুখ থেকেও এ ধরণের কথা শোনা যায় যে, "আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া, সালেহ আ.-এর উটনী, এবং ইসমাঈল আ.-এর দুম্বা জান্নাতে প্রবেশ করবে।
কেউ কেউ এর সাথে আরো যুক্ত করে বলেন মূসা আ.-এর গাভী, বিলকিসের হুদহুদ, উযায়ের আ.-এর গাধা, ইউনুস আ.-এর মাছ ইত্যাদি প্রাণিও জান্নাতে প্রবেশ করবে।
আবার একদল লোক বলে, দশটি প্রাণী জান্নাতে প্রবেশ করবে,
যথা- ১.সালেহ (আ.)-এর উট
২.ইবরাহীম (আ.)-এর গো-শাবক
৩.ইসমাঈল (আ).-দুম্বা
৪.মুসা (আ.)-এর গাভী
৫.ইউনুস (আ.)-এর মাছ
৬.উযাইর (আ.)-এর গাধা
৭.সুলাইমন (আ.)-এর সাথে কথোপকথনকারী পিপীলিকা
৮.বিলকিসের নিকট প্রেরিত হুদহুদ পাখি
৯.মুহম্মদ (সা.)-এর হিজরতের বাহন উট
১০.আসহাবে কাহাফের কুকুর
যে যেভাবেই বলুক না কেন, এগুলোর কোনো ভিত্তি নেই। নির্ভরযোগ্য কোনো মারফু বা মাওকুফ রেওয়ায়েতে এগুলো পাওয়া যায়না। সুতরাং এগুলো বিশ্বাস করা ও বলা থেকে সকলের বিরত থাকা উচিত।
(দ্র. তাফসীরে রূহুল মা‘আনী খ. ১৫ পৃ. ২২৬)
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতর্কতার জন্য জাজাকাল্লাহু খাইর।
সতর্কতার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন