ভুল বিশ্বাস Rose

লিখেছেন লিখেছেন নাবিক ২১ জুন, ২০১৬, ১০:৫৬:০৯ রাত



কিছু কিছু মানুষের মুখে এমন কি অনেক আলেমের মুখ থেকেও এ ধরণের কথা শোনা যায় যে, "আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া, সালেহ আ.-এর উটনী, এবং ইসমাঈল আ.-এর দুম্বা জান্নাতে প্রবেশ করবে।

কেউ কেউ এর সাথে আরো যুক্ত করে বলেন মূসা আ.-এর গাভী, বিলকিসের হুদহুদ, উযায়ের আ.-এর গাধা, ইউনুস আ.-এর মাছ ইত্যাদি প্রাণিও জান্নাতে প্রবেশ করবে।

আবার একদল লোক বলে, দশটি প্রাণী জান্নাতে প্রবেশ করবে,

যথা- ১.সালেহ (আ.)-এর উট

২.ইবরাহীম (আ.)-এর গো-শাবক

৩.ইসমাঈল (আ).-দুম্বা

৪.মুসা (আ.)-এর গাভী

৫.ইউনুস (আ.)-এর মাছ

৬.উযাইর (আ.)-এর গাধা

৭.সুলাইমন (আ.)-এর সাথে কথোপকথনকারী পিপীলিকা

৮.বিলকিসের নিকট প্রেরিত হুদহুদ পাখি

৯.মুহম্মদ (সা.)-এর হিজরতের বাহন উট

১০.আসহাবে কাহাফের কুকুর

যে যেভাবেই বলুক না কেন, এগুলোর কোনো ভিত্তি নেই। নির্ভরযোগ্য কোনো মারফু বা মাওকুফ রেওয়ায়েতে এগুলো পাওয়া যায়না। সুতরাং এগুলো বিশ্বাস করা ও বলা থেকে সকলের বিরত থাকা উচিত।

(দ্র. তাফসীরে রূহুল মা‘আনী খ. ১৫ পৃ. ২২৬)

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372786
২১ জুন ২০১৬ রাত ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ।ওয়াজ এর নামে কিছু কল্পিত গল্প বলে মানুষকে সঠিক ইসলাম খেকেই দুরে ঠেলে দেওয়া হয়।
২১ জুন ২০১৬ রাত ১১:৩৫
309509
নাবিক লিখেছেন : হুম, আপনাকেও ধন্যবাদ।।
372797
২২ জুন ২০১৬ রাত ১২:১৩
দ্য স্লেভ লিখেছেন : জি ঠিক বলেছেন। অন্য প্রানীদের জন্যে জান্নাত নয় বরং মানুষ ও জীনের জন্যে।
২২ জুন ২০১৬ রাত ১২:২১
309516
নাবিক লিখেছেন : এসব প্রাণি জান্নাতে যাবে কিনা তা আল্লাহই ভালো জানেন, তবে কোরান হাদিসে এর কোনো প্রমাণ নেই।
২২ জুন ২০১৬ রাত ০১:৩৪
309527
দ্য স্লেভ লিখেছেন : হাদীসে যেটা জেনেছি তা হল প্রানীদের বিচার হবে। কোনো প্রানী অন্যের সাথে অন্যায় করলে ,উক্ত প্রানীকে প্রতিশোধ নিতে দেওয়া হবে। বিচার শেষে উভয়েই ভ্যানিশ হয়ে যাবে
372798
২২ জুন ২০১৬ রাত ১২:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সতর্কতার জন্য জাজাকাল্লাহু খাইর।
২২ জুন ২০১৬ রাত ১২:২২
309517
নাবিক লিখেছেন : ধন্যবাদ।
372805
২২ জুন ২০১৬ রাত ০৪:২৩
শেখের পোলা লিখেছেন : আমিও শুনেছি। সত্যই এ কথার কোন ভিত্তি নেই। ধন্যবাদ।
২২ জুন ২০১৬ সকাল ০৮:৪৩
309540
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Rose
372813
২২ জুন ২০১৬ সকাল ০৫:৩৯
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا এগুলো বিশ্বাস করা ও বলা থেকে সকলের বিরত থাকা উচিত। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২২ জুন ২০১৬ সকাল ০৮:৪১
309539
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
372817
২২ জুন ২০১৬ সকাল ০৬:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ।
২২ জুন ২০১৬ সকাল ০৮:৩৯
309538
নাবিক লিখেছেন : Rose
372828
২২ জুন ২০১৬ দুপুর ০২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাবিক ভাই, হুদহুদ পাখি তো হযরত সোলায়মান (আ)এর ছিল মনে হয়, রানী বিলকিসের নয়। একটু দেখবেন কী ভাল করে? অনেক ধন্যবাদ..
২২ জুন ২০১৬ রাত ০৮:২০
309581
নাবিক লিখেছেন : জি ৮নং এ তা লিখেছি, আপনাকেও ধন্যবাদ।
372848
২২ জুন ২০১৬ বিকাল ০৫:১৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
সতর্কতার জন্য জাজাকাল্লাহু খাইর।
২২ জুন ২০১৬ রাত ০৮:২১
309582
নাবিক লিখেছেন : ধন্যবাদ Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File