আয় বৃষ্টি ঝেপে Rose

লিখেছেন লিখেছেন নাবিক ১৭ জুন, ২০১৬, ০৯:৫৪:২৭ রাত

বৃষ্টি মানেই বাঙালির কাছে এক অন্যরকম ব্যাপার। তীব্র গরমে কাহিল দেশের মানুষ চাতক পাখীর মতোই বৃষ্টির অপেক্ষায় থাকে। কিন্তু, বৃষ্টি সম্পর্কে বহু চমকপ্রদ তথ্যই হয়তো আমাদের অজানা।



নিচে বৃষ্টি নিয়ে এমন ২০টি তথ্য দিলাম যা জানলে বৃষ্টি সম্পর্কে আপনার প্রচলিত ধারণাটাই হয়তো বদলে যাবে——

১. মরুভূমিতে নয় সবচেয়ে কম বৃষ্টি কম হয় অ্যান্টার্কটিকায়।

২. বৃষ্টি হলেও রাস্তাঘাট-মাঠে জলের ফোঁটা নাও থাকতে পারে। কারণ, গরম স্থানে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় তা হলে বৃষ্টি মাটিতে পড়ার আগেই বাষ্পায়িত হয়।

৩. বৃষ্টির ফোঁটা মানে তা জল— এমনটা মনে করার কোনও কারণ নেই। কারণ, শুক্র, চাঁদ সহ এমন কিছু গ্রহ ও উপগ্রহ আছে যেখানে সালফিউরিক অ্যাসিড বা মিথেন থেকে বৃষ্টি হয়। এমনকী, ৫০০০ আলোক বর্ষ দূরে এমন একটা গ্রহ আছে যেখানে আয়রন থেকে বৃষ্টি হয়।

৪. মেঘের আকার ও রঙ দেখে বলে দেওয়া যায় বৃষ্টি হবে কি না।

৫. বৃষ্টির ফোঁটার আকার দেখে যাঁরা একে কান্নার জলের ফোঁটা বলে ঠাহর করেন, তাঁরা ভুল, কারণ, বৃষ্টির ফোঁটার গড় আয়তনই ০.১ থেকে ৯ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

৬. আকাশ থেকে মাছ বৃষ্টি— বোরায় মে ও জুলাই মাসে কম করেও একশ জ্যান্ত মাছ আকাশ থেকে পড়ে। এরপর সেখানে এই নিয়ে মেলাও বসে।

৭. বৃষ্টি পড়ার গতিবেগ ঘণ্টায় ১৮ থেকে ২২ কিলোমিটার হতে পারে।

৮. বৃষ্টির রঙও আছে। কোথাও লাল বৃষ্টি হয়, কোথাও সবুজ বৃষ্টিও হয়।

৯. বৃষ্টির ফোঁটা নাচ করে— জমা জলের উপর বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন সেখানে একটা বৃত্তাকার তরঙ্গ হয়।

১০. বৃষ্টি গাছপালার সবুজকে আরও উজ্জ্বল করে।

১১. বৃষ্টি পড়লে মাটি থেকে একটা গন্ধ বের হয়। এই রাজ্যে এটা সোঁদা গন্ধ নামে পরিচিত। এই গন্ধ আসে মাটিতে থাকা ব্যাকটিরিয়া থেকে।

১২.হাওয়াই-এর কাউআই-এ এক নাগাড়ে বৃষ্টি হতেই থাকে। এখানে বছরে ৩৫০দিনই টানা বৃষ্টি হয়।

১৩. খরাপ্রবণ এলাকায় কত্রিম বৃষ্টি তৈরি করা হয়।

১৪. বৃষ্টির জন্য বোৎসওয়ানার মুদ্রা প্রভাবিত। বৃষ্টিকে সেখানে ‘পুলা’ বলে ডাকা হয়। আর এই পুলার নামেই বোৎসওয়ানার মুদ্রা পরিচিত পেয়েছে।

১৫. বিশ্বের কোথাও কোথাও এখনও অ্যাসিড বৃষ্টি হয়।

১৬. বৃষ্টি হলে পতুর্গালে কেউ অফিস-কাছারি যান না।

১৭. উগান্ডার লোকেরা বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি দেখে ভয় পান না। কারণ, সেখানে ২৫০ বার এমন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয়।

১৮. কিউবাতে শুধু দুপুরে বৃষ্টি হয়। আর, থাইল্যান্ডে শুধু বৃষ্টি হয় রাতে।

১৯. বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলেও একফোঁটা জল গায়ে লাগবে না। কেন? কারণ, মরুভূমিতে বৃষ্টি হলে বোঝার উপায় থাকে না। সেখানে এত গরম থাকে, যে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই মাঝ আকাশেই তা বাশ্পে পরিণত হয়।

২০. গত একশো বছর ধরে আমেরিকার ওহায়োর ওয়াইনবার্গে ২৯ জুলাই আচমকা বৃষ্টি হয়।

বিষয়: বিবিধ

২১০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372307
১৭ জুন ২০১৬ রাত ১০:০০
আফরা লিখেছেন : হায় আল্লাহ !! ভাইয়া আপনি কেমন আছেন ? কত্তদিন পর আসলেন ।

বৃষ্টি সম্পর্কে অনেক না জানা তথ্য জানলাম ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৭ জুন ২০১৬ রাত ১০:০৫
309082
নাবিক লিখেছেন : আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালোই আছি। তা আপনি ভালো আছেন তো?

হুম বিভিন্ন ঝামেলার কারণে ব্লগে আসতে পারিনি এতো দিন। এখন আমার অখণ্ড অবসর, নিয়মিত থাকবো ইনশাল্লাহ।
১৭ জুন ২০১৬ রাত ১০:১৯
309085
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি । আপনি নিয়মিত হবেন জেনে অনেক খুশী হয়েছি ভাইয়া ।

আবার ও ধন্যবাদ ভাইয়া ।
372308
১৭ জুন ২০১৬ রাত ১০:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আমিতো মনে করেছিলাম নাবিক এখন আর নৌকা চালাতে সক্ষম নন তাই নৌকা নিয়ে আর ব্লগ নদীতে পাল বেড়ায় না।
১৭ জুন ২০১৬ রাত ১১:৫২
309089
নাবিক লিখেছেন : আসলে ভাই, নৌকার পালে ফুটো হয়ে গেছিলো, সেই ফুটো সারিয়ে আবার ফিরে আসলাম।
১৮ জুন ২০১৬ রাত ০৪:১০
309103
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্বাগতম।
372311
১৭ জুন ২০১৬ রাত ১০:৩৩
দ্য স্লেভ লিখেছেন : অনেক তথ্য জানলাম
১৭ জুন ২০১৬ রাত ১১:৫৩
309090
নাবিক লিখেছেন : ওকে
372313
১৭ জুন ২০১৬ রাত ১১:২১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

প্রয়োজনীয় সুন্দর একটি বিষয়ে অনেক অজানা তথ্যের আকর্ষণীয় পরিবেশন।

ছবিটিও খুব সুন্দর! অনেক ভালো লাগলো মাশাআল্লাহ।
১৭ জুন ২০১৬ রাত ১১:৫৭
309091
নাবিক লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু, অনেক ধন্যবাদ আপনাকে।
372332
১৮ জুন ২০১৬ রাত ০৩:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

চমৎকার পোস্টের জন্য শুকরিয়া । মাছ বৃষ্টি দেখা হয় নি কখনো । লাল আর সবুজ বৃষ্টিও দেখতে ইচ্ছে হচ্ছে Day Dreaming

অনেক ধন্যবাদ। Good Luck
১৮ জুন ২০১৬ বিকাল ০৫:৫৪
309167
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File