কত্তো অজানারে......?
লিখেছেন লিখেছেন নাবিক ০৩ মার্চ, ২০১৬, ০১:৪৬:০৮ দুপুর
* যতো চেষ্টা করুন না কেন, আপনি কখনোই
মনে করতে পারবেন না যে আপনার স্বপ্ন
কীভাবে শুরু হয়েছিল।
* একটা মানুষের শরীরের সবটুকু রক্ত
খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন??
১,২০০,০০০!!
* ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ
হলো"E"এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ
হলো"Q"
* আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর
আক্রমনের চেয়ে জলহস্তীর
আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!
* ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ
এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার
করে থাকে!!!!!! .
* "level"শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও
তা একই থাকবে!!
* প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।
* বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
* পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
* বেবুনরা কুকুর কিডন্যাপ করে তাদের
পোষাপ্রানী হিসেবে পোষে!
* আমেরিকার নেব্রাসকায় একটি গ্রাম
আছে যার অধিবাসী মাত্র এক জন।
সে নিজেকে ওই গ্রামের মেয়র মানে আর
নিজেকে নিজে ট্যাক্স দেয়।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন