ওয়াইল্ড লাইফ (ফটো ব্লগ)
লিখেছেন লিখেছেন নাবিক ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:১২ বিকাল
.
.
.
.
.
.
* মানুষ পান্ডাটিকে প্রথম দেখায় আসল পান্ডা ভেবছিলেন, তাইনা? পৃথিবীথেকে বিলুপ্ত প্রায় সুন্দর এই প্রাণীটির বাস চিনের কুংমিন প্রদেশে। এরা শুধুমাত্র বাঁশপাতা খেয়ে জীবন ধারণ করে।
.
* ষোড়শ শতকের গোড়ার দিকে ইউরোপীয়ান নাবিকরা যখন ইন্দোনেশিয়ায় এসেছিলো। তখন আশ্চর্য সুন্দর এই পাখিটি দেখে তারা ভাবলো পাখিটি বুঝি স্বর্গ হতে নেমে এসেছে। সেই থেকে এই পাখিটিকে বার্ড-অফ-প্যারাডাইজ বা স্বর্গের পাখি নামে ডাকা হয়।
.
* পৃথিবীতে মোট ১৮ হাজার প্রজাতির রঙ-বেরঙের প্রজাপতি রয়েছে। এরমধ্যে দের হাজার প্রজাতির প্রজাপতিই ইন্ডিয়ায় বাস করে। রোমান অধিবাসীদের বিশ্বাস প্রাচীন কালের দেব-দেবীদের চোখের পানি থেকে প্রজাপতির সৃষ্টি হয়েছে।
.
* হলুদ রঙের এই পাখিটির নাম হরিয়াল পাখি, আর যে ফলটি ও খেতে এসেছে সেই ফলটির নাম পাকুড় ফল।
.
* হাতি তার বিশাল বপুটি নিয়ে ৮০মাইল বেগে দৌড়াতে পারলেও লাফাতে পারেনা।
শুধু একটি হাতির বাচ্চাই দিনে ৭০ থেকে ৮০ লিটার দুধ পান করতে পারে। তাহলে বড় হাতিরা কি পরিমাণ খাবার খেতে পারে ভাবুন একবার।
.
* সূর্যের সাথে এই পাখির কি সম্পর্ক জানিনা। তবে আশ্চর্য সুন্দর দেখতে এই পাখিটির নাম সনবার্ড বা সূর্য পাখি।
* এগুলো আফ্রিকান শকুন, আমাদের দেশেও এক সময় এদের রাজত্ব ছিলো। কিন্তু উপকারী এ পাখিটি আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত প্রায়।
.
* বাঘ মামাও কি ফুল ভালোবাসে?? শকুনদের মতো আমাদের জাতীয় পশুটিও বিলুপ্তির পথে। অথচ বাঘ রক্ষায় সরকারের তেমন জোরালো কোনও উদ্যোগ দেখা যাচ্ছেনা। অদূর ভবিষ্যতে বাঘের আস্তিত্ব বোধহয় শুধুমাত্র বই পুস্তক আর উইকিপিডির পাতাতেই পাওয়া যাবে।
.
* এই হলো মৌমাছি, পবিত্র কোরানে মৌমাছির নামে একটি সুরা আছে।
এক পাউন্ড মধু সংগ্রহ করতে মৌমাছিকে কতটা পথ পাড়ি দিতে হয় জানেন? মাত্র ৯০,০০০ কি. মি. পথ।
.
* ছদ্মবেশ ধারণে উস্তাদ এই মাকড়সার নাম মিমিং জাম্প স্পাইডার। শিকারকে নিজের দিকে আকৃষ্ট করতে এরা পিঁপড়ার ন্যায় ছদ্মবেশ ধারণ করে।
.
¤ বিগ সাইজ শামুক, আমাদের ময়মনসিংহ অঞ্চলের গারো উপজাতিদের কাছে শামুক একটি প্রিয় খাবার। যদিও সেগুলো এতো বড় নয়, অনেক আগে আমি একবার শামুক খেয়ে ছিলাম। অদ্ভূত রকমের স্বাদ...
.
* পাখি বলে কি ওর পিপাসা হয়না? ভীষণ পিপাসা লেগেছে, পানি খেতে তাইতো এতো কসরত।
বিষয়: বিবিধ
৩১৪১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হরিয়াল এর গোস্ত ও মজাদার।
শামুকের বর্ণনায় বুঝলাম আপনি ময়মনসিংহের লোক। কোন উপজেলার আপনি? সমস্যা না থাকলে বলবেন?
শ্রদ্ধেয়া পিচ্চি আফরা মনি,আপনি ত্রিশাল কীভাবে চিনেন? আমরা তো ত্রিশাল উপজেলার....।
ছবি ব্লগের ছবি গুলো ভাল লাগল....।
মন্তব্য করতে লগইন করুন