Rose Rose ওয়াইল্ড লাইফ (ফটো ব্লগ) Rose

লিখেছেন লিখেছেন নাবিক ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:১২ বিকাল



.

.

.

.

.

.

* মানুষ পান্ডাটিকে প্রথম দেখায় আসল পান্ডা ভেবছিলেন, তাইনা? Happy পৃথিবীথেকে বিলুপ্ত প্রায় সুন্দর এই প্রাণীটির বাস চিনের কুংমিন প্রদেশে। এরা শুধুমাত্র বাঁশপাতা খেয়ে জীবন ধারণ করে।

.



* ষোড়শ শতকের গোড়ার দিকে ইউরোপীয়ান নাবিকরা যখন ইন্দোনেশিয়ায় এসেছিলো। তখন আশ্চর্য সুন্দর এই পাখিটি দেখে তারা ভাবলো পাখিটি বুঝি স্বর্গ হতে নেমে এসেছে। সেই থেকে এই পাখিটিকে বার্ড-অফ-প্যারাডাইজ বা স্বর্গের পাখি নামে ডাকা হয়।

.



* পৃথিবীতে মোট ১৮ হাজার প্রজাতির রঙ-বেরঙের প্রজাপতি রয়েছে। এরমধ্যে দের হাজার প্রজাতির প্রজাপতিই ইন্ডিয়ায় বাস করে। রোমান অধিবাসীদের বিশ্বাস প্রাচীন কালের দেব-দেবীদের চোখের পানি থেকে প্রজাপতির সৃষ্টি হয়েছে।

.



* হলুদ রঙের এই পাখিটির নাম হরিয়াল পাখি, আর যে ফলটি ও খেতে এসেছে সেই ফলটির নাম পাকুড় ফল।

.



* হাতি তার বিশাল বপুটি নিয়ে ৮০মাইল বেগে দৌড়াতে পারলেও লাফাতে পারেনা।

শুধু একটি হাতির বাচ্চাই দিনে ৭০ থেকে ৮০ লিটার দুধ পান করতে পারে। তাহলে বড় হাতিরা কি পরিমাণ খাবার খেতে পারে ভাবুন একবার।

.



* সূর্যের সাথে এই পাখির কি সম্পর্ক জানিনা। তবে আশ্চর্য সুন্দর দেখতে এই পাখিটির নাম সনবার্ড বা সূর্য পাখি।



* এগুলো আফ্রিকান শকুন, আমাদের দেশেও এক সময় এদের রাজত্ব ছিলো। কিন্তু উপকারী এ পাখিটি আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত প্রায়।

.



* বাঘ মামাও কি ফুল ভালোবাসে?? Happy শকুনদের মতো আমাদের জাতীয় পশুটিও বিলুপ্তির পথে। অথচ বাঘ রক্ষায় সরকারের তেমন জোরালো কোনও উদ্যোগ দেখা যাচ্ছেনা। অদূর ভবিষ্যতে বাঘের আস্তিত্ব বোধহয় শুধুমাত্র বই পুস্তক আর উইকিপিডির পাতাতেই পাওয়া যাবে।

.



* এই হলো মৌমাছি, পবিত্র কোরানে মৌমাছির নামে একটি সুরা আছে।

এক পাউন্ড মধু সংগ্রহ করতে মৌমাছিকে কতটা পথ পাড়ি দিতে হয় জানেন? মাত্র ৯০,০০০ কি. মি. পথ।

.



* ছদ্মবেশ ধারণে উস্তাদ এই মাকড়সার নাম মিমিং জাম্প স্পাইডার। শিকারকে নিজের দিকে আকৃষ্ট করতে এরা পিঁপড়ার ন্যায় ছদ্মবেশ ধারণ করে।

.



¤ বিগ সাইজ শামুক, আমাদের ময়মনসিংহ অঞ্চলের গারো উপজাতিদের কাছে শামুক একটি প্রিয় খাবার। যদিও সেগুলো এতো বড় নয়, অনেক আগে আমি একবার শামুক খেয়ে ছিলাম। অদ্ভূত রকমের স্বাদ... Happy

.



* পাখি বলে কি ওর পিপাসা হয়না? ভীষণ পিপাসা লেগেছে, পানি খেতে তাইতো এতো কসরত।

বিষয়: বিবিধ

৩১৪১ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341245
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
হরিয়াল এর গোস্ত ও মজাদার।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২১
282777
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, আশা করি হরিয়ালের মাংস আর খাবেন না। এরাও তো বিলুপ্তির পথে... Happy
341249
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫০
হতভাগা লিখেছেন :






১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
282699
আবাবীল লিখেছেন : প্রোপিকে হঠাত শোয়ার্জনেগার কেন?
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
282735
হতভাগা লিখেছেন : আগেরটা বেশ কয়েকদিন হয়ে গেল তো । এটা টেম্পরারি হবে । নেটে আরও ছবি সার্চ দিতেছি .....
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৪
282778
নাবিক লিখেছেন : হতভাগা ভাইও দেখি আমার মতো কদিন পর পর প্রোপিক পাল্টাতে ভালোবাসেন। অনেক ধন্যবাদ।
341264
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৫
282779
নাবিক লিখেছেন : অনেক শুভকামনা আপনার জন্য।
341275
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
আবাবীল লিখেছেন : চমতকার ছবি ব্লগ, ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৬
282780
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
341303
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০২
আবু জান্নাত লিখেছেন : এক্সিলেন্ট।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৭
282781
নাবিক লিখেছেন : থ্যাংকু Happy
341371
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৬
কাহাফ লিখেছেন : চমৎকার আয়োজনে ধন্যবাদ অনেক!

শামুকের বর্ণনায় বুঝলাম আপনি ময়মনসিংহের লোক। কোন উপজেলার আপনি? সমস্যা না থাকলে বলবেন?
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৮
282782
নাবিক লিখেছেন : হালুয়াঘাট উপজেলা, আপনিও কি ময়মনের?
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
282811
কাহাফ লিখেছেন : জ্বী ভাই,হালুয়াঘাট ধোবাউড়ায় আমার বন্ধু রয়েছে!ময়মনসিংহ জেলার আমিও!!
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
282817
আবু জান্নাত লিখেছেন : নাগলা বাজার চেনেন?
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
282832
পুস্পগন্ধা লিখেছেন : কি ব্যপার ময়মনসিংহ গীতিকা রচিত হচ্ছে নাকি?
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৮
282838
নাবিক লিখেছেন : তাই...? আপনার সাথে পরিচিত হতে ইচ্ছে করছে, আপনার আগ্রহ থাকলে ফেইসবুকে আমাকে এড দিতে পারেন। এড দিলে একটা মেসেজ দিয়েন প্লিজ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৩
282841
নাবিক লিখেছেন : নাগলা বাজারের উপর দিয়ে আমাদের বাড়ীতে আসতে হয়। কিন্তু আপনি নাগলা বাজার চিনেন কি ভাবে? @আবু জন্নাত ভাই
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৫
282847
নাবিক লিখেছেন : ময়মনসিংহ গীতিকা না হোক, মনের গীতিকা রচিত হতেই পারে... Happy @পুষ্প আপু
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
282874
আফরা লিখেছেন : আমি ও চিনি ত্রিশাল উপজেলায় কবি নজরুল কলেজ আছে ।
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫০
282958
কাহাফ লিখেছেন :
শ্রদ্ধেয়া পিচ্চি আফরা মনি,আপনি ত্রিশাল কীভাবে চিনেন? আমরা তো ত্রিশাল উপজেলার....।
341438
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
পুস্পগন্ধা লিখেছেন :
ছবি ব্লগের ছবি গুলো ভাল লাগল....।
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৫
282837
নাবিক লিখেছেন : অনেক ধন্যবাদ...
341470
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
আফরা লিখেছেন : সুন্দর শেয়ার ধন্যবাদ নাবিক ভাইয়া ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৭
282887
নাবিক লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ....
341579
১৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:২৮
কাঁচের বালি লিখেছেন : ভাল লেগেছে ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৪
282968
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
১০
341616
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
282998
নাবিক লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File