Rose Good Luck জুঁই, বেলির সৌরভে Good Luck Rose Rose

লিখেছেন লিখেছেন নাবিক ১৫ আগস্ট, ২০১৫, ০২:০৮:০৯ দুপুর

"ঐ রাত ঘুমালো, ঐ চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো, আমি জেগে আছি একা, ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।"

 

অনেক চেষ্টার পরেও ঘুমাতে পারে না এমন কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে। এই সমস্যার জন্য তারা ঘুমের ওষুধের শরণাপন্ন হয়। শুধু ঘুমের জন্যই নয়, স্নায়ুবিক উত্তেজনা প্রশমনের জন্যেও বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের ওষুধ দেওয়া হয়।



এ ওষুধ ধীরে ধীরে মানুষকে আসক্ত করে ফেলে। সেই সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা  দেয় বিষণ্ণতা, চোখে অন্ধকার দেখা, মাংসপেশীর দুর্বলতা ইত্যাদি নানা ধরণের সমস্যা।

ঘুম নিয়ে দুশ্চিন্তার দিন বুঝি এবার ফুরিয়ে এলো। ঘুমের ওষুধের কথা ভুলে যান, ঘুমের ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে জুঁই অথবা বেলি ফুল। ছোট্ট কয়েকটা তাজা জুঁই অথবা বেলি ফুল নাকের সামনে ধরে ঘ্রাণ নিন। দেখুন এটি ঘুমের ওষুধের মতোই কাজ করে। আর এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ারও সম্ভাবনা নেই। জার্মানির একদল গবেষক সেরকমই দাবি করেছেন।

গবেষণায় দেখা গেছে, ঘুমের যে কোনও ওষুধ কিংবা ভ্যালিয়াম যেভাবে কাজ করে, জুঁই অথবা বেলি ফুলের সুগন্ধও একই ভাবে কাজ করে। জুঁই, বেলির সৌরভ স্নায়ুতে এনে দেয় প্রশান্তি, যা মানুষের চোখে ঘুম নামিয়ে আনতে সাহায্য করে।

বাজারজাত ওষুধগুলোর চেয়ে প্রাকৃতিক এই উপাদানটিই বেশি কার্যকরী বলে দাবি করেছেধ জার্মান গবেষকরা। জার্মানির ড্যুসেলডর্ফ শহরের হাইনরিস হাইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একযোগে এই গবেষণাটি চালিয়েছেন।

তারা আবিষ্কার করেছেন, ঘুমের ওষুধের যে উপাদানটি মানুষকে প্রশান্তি এনে দেয় জুঁই অথবা বেলি ফুলের সুগন্ধেও একই ধরনের উপাদান রয়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এই সুগন্ধ ফুসফুস থেকে রক্তে যায় এবং সেখান থেকে মস্তিষ্ক যায়। এর ফলে মানুষের চোখে ঘুম নেমে আসে।

বিষয়: বিবিধ

২৯৭৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335960
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০২
আবাবীল লিখেছেন :
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১০
277888
নাবিক লিখেছেন : thanks
336021
১৫ আগস্ট ২০১৫ রাত ১১:৫৪
আফরা লিখেছেন : লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই ।

হায় আল্লাহ ! কবির কথা যে মিথ্যা হয়ে গেল ভাইয়া!!
ধন্যবাদ ভাইয়া ।
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৭
277977
নাবিক লিখেছেন : হুম সত্যিই তো...
সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ Rose
336049
১৬ আগস্ট ২০১৫ রাত ০২:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

চমৎকার ফুলেল পোস্টের জন্য শুকরিয়া!
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৬:০২
277978
নাবিক লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
336234
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
নারী লিখেছেন : অনেক উপকারী পোস্ট
কিন্তু ফুল তো এত সহজে পাওয়া যায় না Sad
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
278121
নাবিক লিখেছেন : হ্যা এই ফুলগুলো সংগ্রহ করা একটু কঠিন। কারণ জুঁই এবং বেলি ফুলের গাছ আমাদের দেশে সচারাচর দেখা যায়না। আমি গতকালকেই নার্সারি থেকে একটা বেলি ফুল গাছ এনে লাগিয়েছি। আশা করি অচিরেই এতে ফুল ফুটবে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
336277
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কে যেন বলেছিলেন ফুল হলো পৃথিবীর হাসি।
ভাল লাগল, ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:৩১
278148
নাবিক লিখেছেন : হুমমম হাসিই বটে
আপনাকেও ধন্যবাদ মাছুম ভাই।
339329
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩৯
নাবিক লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File