দুরন্ত শৈশব-১ (ফটো ব্লগ)

লিখেছেন লিখেছেন নাবিক ০৪ আগস্ট, ২০১৫, ১০:৫৭:৪৯ সকাল



১. ঘুড়ি হাতে ছুটছে দু'জন।

.

.

.

.

.

.

.



২. টায়ার নিয়ে ছুটে চলা। শৈশবে এটা আমারও খুব প্রিয় ছিলো।

.



৩.সাথে ছাতা নেই, তাতে কি, কলাপাতা তো আছে।

.



৪. কাঁশফুলের বনে

.



৫. দড়িলাফ খেলার দিন।

.



৬. ঝুলাঝুলি চলছে

.



৭. এটাকে যেন কি খেলা বলে?

.



৮. বাহ, বেশ সুন্দর একটা দোকান খোলে বসেছে দু'জন!

.



৯.ইহাকে মোরগ নাড়াই বলে।

.



১০. ছবিটা দেখে কিছু বুঝতে পারছেন, বলুনতো কি করছে ওরা?

.



১১.শরীষা খেতে দুরন্তপনা।

.



১২. এমন নির্মল হাসি দেখেছেন কখনো?

.



১৩. শৈশবে কে কে এমন ফুটবল খেলেছন?

.



১৪. হৃদয়ে বাংলাদেশ। হাতেও বাংলাদেশ।

.

*ছবিগুলো নেট থেকে পাওয়া

বিষয়: বিবিধ

৪১০১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333550
০৪ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৫
275667
নাবিক লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
333560
০৪ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৩
আবাবীল লিখেছেন : আমি ঘুট্টি
ওড়াইবার চাই....
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩০
275670
নাবিক লিখেছেন :
লন এই সবগুলান ঘুট্টি আপনারে দেওয়া হইলো। মন ভইরা উড়াইন।
333562
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:০০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর ও চমৎকার পোষ্টটির জন্য ধন্যবাদ
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৩
275724
নাবিক লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
333563
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
দ্য স্লেভ লিখেছেন : ৭ নং হল ওপেন দি বায়োস্কোপ....১৩ নং এর পানির মধ্যে ফুটবলই ছিল মারাত্ক মজার। পুরো ছোটবেলা,বড়বেলা এসব খেলেছি। গাছ থেকে লাফও দিয়েছি....আর টায়ার টালাতেও মজা লাগত। সেসব দিনগুলোতে মজা ছিল।
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৪
275725
নাবিক লিখেছেন : হুম, অনেক অনেক ধন্যবাদ ভাই।
333564
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন :
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
275767
নাবিক লিখেছেন : হাহাহা, এই জন্যইতো বলে, বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর। ধন্যবাদ।
333573
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর ছবি ব্লগ Rose
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
275768
নাবিক লিখেছেন : ধন্যবাদ আপু।
333578
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ ধন্যবাদ
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
275784
নাবিক লিখেছেন : ওকে ভাইয়া, ভালো থাকবেন।
333610
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১১
নৈশ শিকারী লিখেছেন : Just awesome
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
275785
নাবিক লিখেছেন : thanks vay
333620
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
জবলুল হক লিখেছেন : ছবির কালেকশন গুলো বেশ চমতকার।মনোমুদ্ধকর। একদম শৈশবে ফিরে গেলাম।
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
275787
নাবিক লিখেছেন : ধন্যবাদ ভাই
১০
333646
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৯
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, ফেলে আসা দিন গুলি। সুন্দরসসসসসসস হয়েছে....।
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
275788
নাবিক লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
১১
333658
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : দারুন লাগলো
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
275789
নাবিক লিখেছেন : ধন্যবাদ ভাই
১২
333661
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক অনেক অনেক ধন্যবাদ!
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
275790
নাবিক লিখেছেন : শুভেচ্ছা জানবেন ভাইয়া।
১৩
333698
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
আফরা লিখেছেন : ছবি গুলো ভাল লেগেছে ধন্যবাদ নাবিক ভাইয়া ।
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:০৬
275818
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু।
১৪
333703
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:২৬
আবু জারীর লিখেছেন : সেই দিন গুলো কই, সেই দিন গুলো কই?
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:২৫
275836
নাবিক লিখেছেন : হুম, কোথায় যে হারিয়ে গেলো সেই দিনগুলো। ধন্যবাদ ভাইয়া।
১৫
333763
০৫ আগস্ট ২০১৫ রাত ০২:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছবি গুলো দেখেই মনটা আনন্দে ভরে গেলো। ধন্যবাদ সুন্দর ছবি ব্লগ উপহার দেবার জন্য।
০৫ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৪
275879
নাবিক লিখেছেন : শুভেচ্ছা জানবেন আপু।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
275955
নাবিক লিখেছেন : ওওওওওও ওকে, আপু & ভাইয়া দু'জনকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০০
275976
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
১৬
333804
০৫ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
ঝিঙেফুল লিখেছেন : ভালো লেগেছে Rose Rose Rose
০৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৪
275921
নাবিক লিখেছেন : অনেক ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:১১
275926
ঝিঙেফুল লিখেছেন : ধইন্যাপাতা কই?Crying
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৫
275954
নাবিক লিখেছেন : ধইন্যার দোকানদারী, 'আবাবীল' করে। তা আপনি যখন চাইলেনই, তাই এক্কান দিয়া দিলাম। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File