মৃত্যু কতটা কাছে?

লিখেছেন লিখেছেন আবাবীল ০৯ আগস্ট, ২০১৫, ০৯:৫৯:০৪ সকাল



এই'যে ব্লগার "নিলয় নীলে"র মৃত্যু নিয়ে চারদিকে এতো কথা হচ্ছে, এতো এতো লেখা-লেখি হচ্ছে, মৃত্যুর আগ মূহুর্তেও নিলয় কি জানতো আজ এই ভাবে দুর্বৃত্তদের হাতে তার মৃত্যু হবে। পাঁচ মিনিট আগেও যে লোকটা ল্যাপটপ নিয়ে নিশ্চিন্ত মনে বসে কাজ করছিলো, পাঁচ মিনিট পরেই সে লাশ হয়ে গেলো।

এভাবে মৃত্যু যদিও কারো কাম্য নয়, তারপরেও একবারো কি আমরা ভেবে দেখেছি মৃত্যু আমাদের কতো কাছে? প্রতিনিয়তই আমাদের চারপাশে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। সকালে যার সাথে বসে চা খেয়েছেন বিকেলেই হয়তো তার জানাযা পড়তে হবে। অথবা সে সময় মসজিদে আমার আপনারই জানাযা নামাজ পড়া হবে।

আপন জনের লাশ নিজ হাতে কবরে নামিয়ে এসেই আমরা দুনিয়ার রং-তামাশায় লিপ্ত হয়ে যাই। যে কোনো সময় আমাকেও কবরে যেতে হবে সেটা বেমালুম ভুলে গিয়ে পাপাচারে মত্ত হই।

এক আল্লাহর ওলি বলেছিলেন- "আমি এই ভেবে হয়রান হয়ে যাই'যে, মৃত্যু এতো নিকটে জেনেও কিভাবে মানুষ নরম বিছানায় ঘুমিয়ে থাকে।" সকালে কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হবার পর আবারো বাড়ীতে ফিরে আসতে পারি কিনা তারতো কোনো গ্যারান্টি নাই।

এ ব্যাপারে, মহান আল্লাহ তার কালামে পাকে বলেন- "কোনো প্রাণীই জানে না, কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে।" [সুরা লোকমান আঃ ৩৪]

তিনি আরও বলেন- "তোমরা যে অবস্হায়ই থাকোনা কেনো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। যতো মজবুত কিল্লার ভেতরেই তোমরা অবস্হান করোনা কেনো।" [সুরা নিসা, আঃ ৭৮]

মৃত্যু কোনো ব্যক্তির ইচ্ছানুযায়ী তার সুবিধা মতো এবং পছন্দনীয় স্হানে আসবেনা। বরং তা আল্লাহর ইচ্ছানুযায়ী তাঁরই নির্ধারিত সময় ও স্হানে আসবে। ধনী-গরীব রাজা-প্রজা সবার জন্যই একি নিয়ম।

তাই মৃত্যুর কথা আমাদের ভুলে গেলে চলবেনা। সবসময় মৃত্যুকে স্মরণে রাখতে হবে। এবং মহান রবের নিকট প্রার্থনা করতে হবে, তিনি যেন আমাদেরকে মুমিন বান্দা হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334659
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:১০
জুমানা লিখেছেন : তোমরা যে অবস্হায়ই থাকোনা কেনো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। যতো মজবুত কিল্লার ভেতরেই তোমরা অবস্হান করোনা কেনো।" [সুরা নিসা, আঃ ৭৮]
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২৯
276688
আবাবীল লিখেছেন : হুম, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন।
334667
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২৮
ঝিঙেফুল লিখেছেন : আমীন Praying
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
276750
আবাবীল লিখেছেন : মধুমাস নিয়ে পুঁথি লিখেছিলেন, সামনে ভাদ্র মাসের তাল নিয়া কি পুঁথি হবে?
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
276892
ঝিঙেফুল লিখেছেন : না......হবে না।
334685
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
হতভাগা লিখেছেন : মৃত্যুর চিন্তা যদি সবার থাকতো তাহলে কেউ আল্লাহদ্রোহী কাজ করার চিন্তা মাথাতেও আনতো না ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৬
276817
আবাবীল লিখেছেন : একদম ঠিক কথা ধন্যবাদ ভাই
334718
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৩
আফরা লিখেছেন : মৃত্যুর স্বরনে রাখলে কোন খারাপ কাজ করা যায় না ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৭
276819
আবাবীল লিখেছেন : হুম ঠিক, ধন্যবাদ।
334720
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৯
ছালসাবিল লিখেছেন : Worried Worried Crying Crying
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৮
276820
আবাবীল লিখেছেন : Happy
334781
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৮
নাবিক লিখেছেন : উত্তম কথা বলিয়াছো বালক, এই গোলাপ পুষ্প তোমার জন্য....
334794
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:২১
আবাবীল লিখেছেন : আপনার কাছ থেকে গোলাপ পুষ্প পেয়ে নিজেকে ধইন্যা মনে হচ্ছে। সেই খুশিতে আপনেকেও আমার পক্ষ থেকে সামান্য ধইন্যা
334835
১০ আগস্ট ২০১৫ রাত ০৩:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মৃত্যুর খুবই কাছে যার হিসাব আমরা রাখিনা....!! মৃত্যু কত কাছে তা যদি হিসাব রাখতে পারতাম তাহলে হয়তো জীবনের ভূল গুলো সব আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারতাম।

আল্লাহ যেন আমাদের ভুল সংশোধন কারি হিসেবে কবুল করেন, আমিন।
১০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৯
276873
আবাবীল লিখেছেন : আমিন।। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File