যেমন হাসি হাসবে তুমি
লিখেছেন লিখেছেন আবাবীল ০৩ আগস্ট, ২০১৫, ০৬:৪১:৫০ সকাল
গল্প-রসে খুশীর সময় হাসতে তোমায় হবে, কেমন হাসি হাসবে তুমি একটু জানো তবে।
.
খিলখিলিয়ে তোমার মুখে হাসি যদি ফোটে, বলবে লোকে লজ্জা-শরম হয়নি বুঝি মোটে।
.
কেমন হবে মুসলমানের মুখের হাসিখানা, নাও জেনে নাও, রাসূল বলেন অট্টহাসি মানা।
.
শব্দ বিহীন যে হাসিতে মন করা যায় জয়, মুগ্ধ করা সে হাসিটা হাসতে মানা নয়।
.
মুচকি হাসি মিষ্টি করে যখন তুমি হাসবে, মনে তোমার জাগবে পুলক সবাই ভালোবাসবে।
বিষয়: সাহিত্য
১৫৮৫ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনি আমার ব্লগে ১ম কমেন্টদাতা। সেজন্য আপনাকে ১কোটী ধন্যবাদ।
আপনি কি নতুন কেউ? না মানে লিখার মান দেখে মনে হল আগের কোন ব্লগার!!! কিছু মনে করবেন না!!!
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৩য় মন্তব্যদাতা, তাইজন্য আপনাকে ২৫লাখ ধইন্যাপাতা..
আর যেই ছবি দিসেন তা ধইণ্যাপাতার ভর্তার ছবি নয়!
এই ব্লগে আমি নতুন।
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৪র্থ মন্তব্যদাতা, তাইজন্য আপনাকে সারে ১২ লাখ ধইন্যাপাতা..
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৫ম মন্তব্যদাতা, তাইজন্য আপনারে দিলাম ৬লাখ ২৫হাজার ধইন্যাপাতা
ছন্দও দারররুন হয়েছে পাখিভাইয়া
ধইন্যাপাতা নিন
আপনে সুন্দর কওনে দিলে খুব শান্তি পাইলাম
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৬ষ্ঠ মন্তব্যদাতা, তাইজন্য আপনারে দিলাম ৩লাখ, সারে ১২হাজার ধইন্যাপাতা
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৭ম মন্তব্যদাতা, তাইজন্য আপনারে দিলাম ১লাখ, ৫৬হাজার ২৫০টি ধইন্যাপাতা
বিঃদ্রঃ আমার ১ম পোস্টে আপনি ৮ম মন্তব্যদাতা, তাইজন্য আপনারে দিলাম ৭৮১২৫টি ধইন্যাপাতা
আপনারে একদম তরতাজাগুলা দিলাম
মন্তব্য করতে লগইন করুন