এপ্রন

লিখেছেন লিখেছেন তৈয়েবুর রহমান গালিব ১১ আগস্ট, ২০১৫, ০৭:৫৩:২২ সন্ধ্যা

ঢাকা নিউমার্কেট যাচ্ছি রিক্সায় চড়ে । কিছু বই কিনবো । আর টুকটাক যা পাই । পাশে বসা আমার এক ফুফু । ফুফু আবার মেডিকেল স্টুডেন্ট । বেশ সেজেগুজে এসেছে । শপিং এ যাবার সময় এত সাজগোজের কি আছে মেয়েদের , আমার মাথায় ঢুকে না ।

- কি কিনবা ? আমি জিজ্ঞেস করলাম ।

- আমি শুধু একটা আয়না কিনবো । তুমি ?

- আমি বই কিনবো ।

ফুফু তাচ্ছ্বিল্যের একটা হাসি দিলো , হেহ !! পড়ো না কিনে কিনে রেখে দাও ?

আমি চুপ মেরে গেলাম । নিজের পান্ডিত্য জাহির করতে হলেও ন্যুনতম সমঝদার ব্যক্তির কাছে করতে হয় । মেয়েমানুষের কাছে পাঠ্যবই ব্যতীত কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে উলুবনে মুক্তো ছড়ানো ।

এদিকে আমাদের রিক্সাওয়ালা চাচা টানতে পারছেন না । অনেক কষ্ট হচ্ছে । আমি একা থাকলে অবশ্য এই সমস্যাটা হতো না । ফুফুকে নিয়ে উঠলেই এসব ঝামেলা হয় । চাচা রীতিমত হাপাচ্ছেন ।

প্রায় আধাঘন্টা পরে রিক্সা নীলক্ষেত মোড়ে পৌছালো । মোড়টা যেই ক্রস করেছে , হঠাৎ করে ফুফু চিৎকার শুরু করলো । এত জোরে চিৎকার যে আমি ভয় পেয়ে গেলাম । ভাবছি , ছিনতাই হয়ে গেলো নাকি !! আশেপাশে তো কাউকেই দেখি না । তাহলে ?

- কি হইছে ফুফু ? চেচাও ক্যান ?

- রিক্সা ঘুরায়ে নিতে বলো ।

আমি অবাক , কি এমন হলো যে রিক্সা ঘুরাতে হবে !

হতাশ বদনে বললাম , ক্যান , কি হইছে ? শপিং করবা না ?

ফুফু নিরুত্তর । কোন কথা নেই । এত আপসেট কেন ঠিক বুঝা গেলো না । চাচাকে বললাম , ঘুরান তো !

এদিকে চাচার গা থেকে ঘাম ছুটে গেছে । চাচা অসহায়ের মত আবার হলের দিকে রিক্সা ফেরালেন ।

আমার মনে হচ্ছে ফুফু টাকা ফেলে এসেছে । এরকম হলে অবশ্য ঘুরাতেই হবে । আমি বাবা নিজের টাকায় কাউকে আয়না গয়না গিফট করতে পারবো না ।

যাই হোক রিক্সা একই রাস্তা ঘুরে পুনরায় মেডিকেলের মেয়েদের হলে পৌছালো । ভেতরে গিয়ে ফুফু প্রায় আধা ঘন্টা নষ্ট করে যখন বের হলো , আমি রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে গরমে আধমরা । ফুফুর মুখে বিজয়ের হাসি ।

রিক্সায় উঠতে উঠতে বত্রিশটা দাত বের করে বললো , কি একটা ভুল হয়ে গিয়েছিলো দেখেছো ? এপ্রনটা না নিয়েই চলে এসেছি ।

আমি আরেকটু হলে রিক্সা থেকে পড়েই যাচ্ছিলাম ।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335213
১১ আগস্ট ২০১৫ রাত ০৮:০০
335218
১১ আগস্ট ২০১৫ রাত ০৮:০৯
আওণ রাহ'বার লিখেছেন : হা হা হা হা.......
রিক্সাওয়ালা ঠিকঠাক ভাড়া পেলেই হলো!
335225
১১ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মজা পেলুম সাংঘাতিক! ধন্যবাদ
335265
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : কেন এপ্রন ছাড়া কি শপিং করা যায় না নাকি এপ্রন সাথে থাকলে দোকানীরা দাম কম নেয় ???
335300
১২ আগস্ট ২০১৫ রাত ০২:২৫
মাটিরলাঠি লিখেছেন :
আপনিতো রিক্সা থেকে পড়েননি, আমিতো হাসতে হাসতে পড়ে গেলাম। Rolling on the Floor Rolling on the Floor

"মেয়েমানুষের কাছে পাঠ্যবই ব্যতীত কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে উলুবনে মুক্তো ছড়ানো।" -এই লাইনটা বাদ দিতে পারেন, কেমন যেন একপেশে লাগছে। ধন্যবাদ।
335435
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪০
শুভ কবি লিখেছেন : Bee Bee Bee Cheer

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File