সে অবুঝ.... আমার জল্পনা কল্পনা থাকে নিয়ে.....
লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ২৭ জুলাই, ২০১৫, ০১:২৪:৩৩ রাত
কবিতা লিখতে লজ্জা লাগে
কিছুতেই শব্দ গুলো আসতে চাইনা!
কবিতা লেখার মাঝখানে
আসে একটি মেঘলা কল্পনা ....।
কল্পনাটির রং বলা যাবেনা
বলে দিতে চাই রহস্য,
সে আমার হূদয় জয় করে
করতে চাই আমাকে নি:স্ব।
আমার জগত জুড়ে ক্যাব্যের
খেলা; বৃষ্টি আসার নেই খোঁজ!
কল্পনা কাগজে কলমে প্রকাশ পাচ্ছে
মেঘের গনঘটা নেই, সে অবুঝ।
মেঘের রং নেই আছে বেহুলা
বাতাস বুঝা যায় ছোঁয়া যায়না!!
কঠিন অবয়বে মন মস্তিস্ক
বুঝাতে চাই কিন্তু মুখে কথা আসেনা।
আকাশে তার বাড়ি আছে
আমি আছি মাঠিতে,
আমার কল্পনার কথা শুনে
মশা মরে আঘাতে।
আমি রক্ত দিতে চাই তাকে
কল্পনার ডানা দিয়েছি ভাসিয়ে,
আমার কল্পনা জল্পনা আছে
শুধু মেঘলা - মেঘকে নিয়ে।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-নৃশ্য-মানে কি একটু বলবেন..প্রিয় কবি সাহেব.. ধন্যবাদ।
লিখতে থাকুন আপনি..
মন্তব্য করতে লগইন করুন