আমার আত্ম দূর্বলতা গ্রহণ করো হে প্রিয় ....সোনা....
লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ০৯ জুলাই, ২০১৫, ০৫:৫২:২৮ বিকাল
আয়... আয়... ঘুম চোখে
ওরে... ঠাঁই দেবো বুকে,
ঘুমের গোরে স্বপ্নে সে আসে
মন বুঝি শুধু তারে ভালবেসে।
যত আসে ঘুম
শ্বাস প্রশ্বাসে যেন মমতা,
এই...এই... তুমি কখন
বুঝবে হূদয়ের এই গভীরতা?
তোমার ঘুম আসে নির্বিঘ্নে
আমার জাগরণী চোখ,
ভালোবেসে দিতে চাই
তোমাকে স্বতস্ফুর্ত সুখ।
তোমাকে ধন্য করতে চাহি
নিজেস্ব মনের আবেদনে...,
তুমি সাড়া দাও, দাও হে
আমার মায়াবী আহবানে।
আমার আত্ম দূর্বলতা
গ্রহণ করো হে প্রিয় ....সোনা,
তোমার বাস্তবতা সঙ্গে নিয়ে
সাজিয়ে নেব জীবনের এ আঙিনা।
জীবনের আঙিনায় করিবো
ইচ্ছেমত ফুলের বাগান,
রাগ ভাঙ্গবো... রাগ ভাঙ্গাবে
মধুর হবে ভালোবাসার অঙ্গন।
ভালোবাসা আসবে মনে
বিলিয়ে দেব তোমারে,
তোমার আমার ভালোবাসা হবে
রাত দিন সব সময় দুজনের ঝড়ে।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন