সাফল্যের প্রকৃত রুপ:
লিখেছেন লিখেছেন নিভৃত ভাবুক ০২ জুলাই, ২০১৫, ১১:৩৭:৪৪ রাত
সাফল্য একটি আপেক্ষিক বিষয়। আমরা যারা মোটামুটি চিন্তার জগতে বিচরণ করি,তাদের কাছে এ বিষয়টা পরিষ্কার যে কারও সাফল্যে অনেকে বাহবা দিবে আবার অনেকে তিরষ্কার করবে। কারণ সফল্যের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। এতকিছু জেনেও আমরা নিয়ন্ত্রিত হচ্ছি কিছু যুগোপযোগী চিন্তার দিক থেকে পিছিয়ে পড়া লোক দ্বারা। আরেকটু আগ বাড়িয়ে বললে অনেকেই বেজার হতে পারেন, আর তা হলো তারা আমাদের অতি আপনজন অর্থাৎ আমাদেরই পিতা, মাতা, ভাই,বোন,মামা,চাচা যদিও তারা আমাদের মঙ্গল চান । আর তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান সংকোচ কাটিয়ে আসুন গৃহপালিত না হয়ে সমাজের সমস্যাগুলো নিরুপন করে বাস্তব সমাধানের পথে ঝাঁপিয়ে পড়ি। আসুন একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাই আমাদের লক্ষ্যপানে । জাগো হে তরুণ সমাজ, আপন আত্নার আগুন জ্বেলে।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন