সপ্নচারী

লিখেছেন লিখেছেন নিভৃত ভাবুক ২৯ জুন, ২০১৫, ০৭:৫৭:৩৯ সন্ধ্যা



মানুষ তার স্বপ্নের সমান বড়। জীবনের প্রতিটি মূহূর্ত অনিশ্চয়তা আর প্রতিবন্ধকতায় পূর্ণ, এরই মাঝে মানুষ তার স্বপ্ন/আশা নিয়ে বেঁচে থাকে। মানুষের একটি স্বভাবজাত প্রকৃতি হলো জীবনের নিশ্চয়তা খুঁজে ফেরা যদিও জীবনের প্রকৃতিই হলো অনিশ্চয়তা। আর এ শ্রেণীর মানুষ কারও অধীনস্ত থেকেই জীবন কাটাতে পছন্দ করে বা কাটাতে বাধ্য হয়। তবে যারা জীবনের অনিশ্চয়তাকে সাহসের সাথে গ্রহণ করেছে তারাই পৃথীবিতে নজির স্হাপন করতে সক্ষম হয়েছে।

সত্যিকার অর্থে যারা পরিবর্তনকে ভয় না পেয়ে কাজে লাগিয়েছে বা লাগাতে সক্ষম হয়েছে তারাই পৃথীবিতে সফলকাম হয়েছে। তবে এই স্রোতের বীপরিতে হাঁটতে প্রয়োজন সাহস, উদ্দীপনা আর সমালোচনা কে থোড়াই কেয়ার করার মতো আত্নবিশ্বাস/ক্ষমতা তবেই সম্ভব নিজেকে পরিবর্তন করা, সম্ভব জাতির পরিবর্তন সেই সাথে শত বছরের প্রচলিত শৃঙ্খল থেকে মুক্তি।

বিষয়: বিবিধ

৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File