আপনি জানেন কি? আপনার হবু স্বামী মারণব্যাধি এইডসে আক্রান্ত?

লিখেছেন লিখেছেন আজিজ বিন আনোয়ার ১১ জুলাই, ২০১৫, ১০:৫৫:০৩ সকাল

এক শ্রেণীর কোম্পানী এদেশে কনডমের বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদেরকে যেদিকে আহবান করছে তা নিয়ে আপনারা শংকিত।



কেন পিছিয়ে আছি? আমরা এখনো শংকিত বিবাহ বহির্ভূত শারীরিক-মানসিক সম্পর্ক বৈধাবৈধতা নিয়ে।

ওদিকে যে এইডস, সিফিলিস জাতীয় রোগীর সংখ্যা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেও ব্যাপক হারে বাড়ছে, তাতে আমাদের কোনো মাথাব্যথা আছে?

নাই কেন?

আপনার মেয়ে বা বোন হতে পারে এই নির্মম রোগের শিকার।

আপনি কি জানেন আপনার হবু জামাই, দুলাভাই এখন কে কোথায় কি করছে?

অথবা আপনি কি জানেন আপনার হবু পুত্রবধু বা ভাবী কোথায় কোথায় দেহপসারিনীর কাজ করে বেড়াচ্ছে? বিয়ের আগে অবশ্যই ছেলে এবং মেয়ে দুজনকেই মেডিকেল চেকাপ করেই সিদ্ধান্ত নেয়া উচিত।

দেশে এইডস রোগ প্রথম ধরা পড়ে ১৯৮৯ সালে। আর বর্তমানে এ দাড়িয়েছে ১২০০০ এ প্রায়। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের শতকরা ৮% ভাগ এই রোগের আওতায় আসতে পারে। আমি বলছিনা শুধু অবাধ যৌনতাই এর জন্য দায়ী। কিন্তু এটাই বড় কারণ পৃথিবীতে।

আর বর্তমান বিশ্বের ভোগবাদী দৃষ্টিতে জনসংখ্যাকে একটা বড় অভিশাপ হিসেবে দেখানো হচ্ছে। বাল্যবিবাহ, বহু বিবাহ ইত্যাদির বিপক্ষে জনমত গঠন ও প্রচারণা চালিয়ে, দারিদ্রের ভয় দেখিয়ে, বিলাসবহুল জীবনযাপনের লোভ দেখিয়ে তরুণ-তরুণীদেরকে দেরিতে বিয়ে করার ব্যাপারে উৎসাহ যোগানো হচ্ছে।

আর এর ফাঁদে আটকে গেছে সবাই।

একারণে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার জন্য তারা একদিকে গৎবাধা সিস্টেম চাকরির দিকে ছুটছে, আর অন্য দিকে বিয়ের আগেই যৌনকর্ম করাটা প্রায় ওপেন সিক্রেট ভাবে বৈধতা পেয়ে যাচ্ছে।

আপনি সামাজিকতার দোহাই দেন,একসময় যখন পশ্চিমাদের মত আমাদের দেশেও ফ্রি সেক্স চালু হবে, তখন আপনার ছেলে বা মেয়ে এসে আপনাকে বলবে

"বাবা সবাই তো বিয়ের আগে সেক্স করছে, আর এটাই এখনকার সামাজিক নিয়ম। তুমি আমাকে সমাজের বিরুদ্ধে চলতে বলোনা। আমি অসামাজিক হতে চাই না।

আপনিও এখন সমাজের বাইরে যেতে চান না, তখনো চাইবেন না। কি চাইবেন নাকি?

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File