সরকারের জনপ্রিয়তা হ্রাসরোধে ফেসবুক বন্ধ নয় কি...???
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৫:৪৯ রাত
কেনো বন্ধ ফেসবুক? সরকার কেন ফেসবুক বন্ধ করে দিয়েছে এবার বুঝতে পারলাম।একটা জরিপে দেখা গেছে ফেসবুকের কারনে তরুণ প্রজন্মের কাছে সরকারের গ্রহণ যোগ্যতা অনেকাংশে কমে গেছে।কারন মিডিয়াতে সম্প্রচার নীতিমালা থাকার কারনে সরকারের অনেক দুর্নীতি, অনাচার ইত্যাদি প্রকাশ পায়না।কিন্তু অনলাইন ভিত্তিক গনমাধ্যম এবং ফেসবুকে সরকারের অনিয়ম,দুর্নীতি নিয়ে ব্যপক ভাবে প্রচার ও প্রসার হয়।সেই সাথে সরকারে এসব অপশাসন নিয়ে ফেসবুকে রীতিমত অনেকেই স্ট্যাটাস,ট্রল,ছবি ইত্যাদি প্রকাশ করে,যার ফলে তরুণ প্রজন্মের কাছে সরকারের গ্রহন যোগ্যতা কমে যায়।সকল গন মাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকলেও ফেসবুকের উপর সরকারের নিয়ন্ত্রন নেই।তাই এই সরকারের অপশাসন ঢাকতে,ব্যাবস্থা স্বরুপ রাজধানীতে ফেসবুকের অ্যাডমিন প্যানেল বসানোর জন্য তোরজোড় চালাচ্ছে।অ্যাডমিন প্যানেল বসানোর পর সরকার সকল গন মাধ্যমের মত ফেসবুকেও নিয়ন্ত্রন আনতে পারবে।ফলে তরুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বজায় থাকবে।অনেকটা"শাক দিয়ে মাছ ঢাকার মত"।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন