একটি গোপন কথোপকথন;জামাল এবং...??
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৮:৫৬ সন্ধ্যা
_বুঝছস জামাল,প্রেম হলো মানসিক ব্যাধি।
_জ্বী ভাই।
_আমার কথা না মহাজ্ঞাণী প্লোটোর কথা।
_না ভাই কাজী নজরুল কইছে প্রেম চিরন্তন শ্বাশত।
_শোন,গোপন একটা কথা বলি।এই ব্যাটা নজরুল,বড় সুবিধাবাদী লোক।
_ভাই,কি পাগল হইলেন নাকি।ইনি জাতীয় কবি।কত্তো ইসলামিক গান লিখেছেন।জানেন ?
_জানি,কতো কীর্তন,শ্যামা লিখেছেন তা জানস।উনি দু-ধর্মের লোকের মন জুগিয়ে লেখালেখি করতেন।আবার লিখেছেন,মসজিদের পাশে আমার কবর দিও ভাই.....?কোনদিন মসজিদে গেছেন কিনা সন্দেহ।
_ভাই আপনি একজন জাতীয় কবিকে নিয়ে কি আবোল-তাবোল বলছেন।
_ঠিক কইছস,আমরা যখন বলি তা আবোল-তাবোল নতুবা সাতান্ন ধারা ওভার।যখন শামসুর রহমান লিখলেন"মুয়াজ্জিনের আজানের স্বর বেশ্যার খদ্দের ডাকার মতো শোনায়"।তখন কিন্তু সাতান্ন ধারা ছিলো না।
_ভাই,এবার থামেন।নিশ্চিত আপনাকে জেলে যেতে হবে।
_হবে তো,আমরা কিছু বললে কিংবা লিখলে জেল আর দাউদ,তাসলিমা,আসিফরা লিখলে সোজা বিমানের টিকেট।
_লন ভাই,একটা টান দেন।বাদ দিন এসব চিন্তা।
জামালের হাত থেকে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে ধোঁয়া উপরে ছাড়লাম।সিগারেটের ধোঁয়ার সাথে কলজে পোড়া স্বপ্নগুলো মিলিয়ে যাচ্ছে বাতাসে।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন