ভারতীয় গরু না বলুন !?!?!?!

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৪:৫৯ রাত

বাংলাদেশের মুসলমানদের গরুর মাংস খাওয়া বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশে গরু রপ্তানি একদমই বন্ধ করার ঘোষণা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী রাজনাথ শিং(ভয়েস অফ আমেরিকা)।তার ফল সরুপ বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়েছে ত্রিশ শতাংশ,যা সাধারণের আওতার বাইরে(ইনকিলাব)।গরু বাঁচাও স্লোগান দিয়ে দিল্লির মসনদে আসিন মোদি সরকার কি গরুকে পূজাই করবে।বাংলাদেশে গরু আসা বন্ধ হলে ভারতকে একত্রিশ হাজার কোটি রুপি(ইনচল্লিশ হাজার টাকা) লোকসান গুনতে হবে।যা ভারতের বার্ষিক শিশু পুষ্টি বাজেটের চারগুন(টাইমস অব ইন্ডিয়া)।

ভারতের এই নিষেধাজ্ঞা যদি বাংলাদেশ আর্শিবাদ হিসেবে নিয়ে দেশে গবাদী পশু পালনে জোর দেয়,তাহলে অনেকাংশে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে।তাছাড়া বাংলাদেশ মাছ রপ্তানিতে চতুর্থ স্থানে আছে,যদি অনাবাদি জমি কেটে পুকুর তৈরি,বিল,বদ্ধ জলাশয়ে মাছ ষে উদ্বুদ্ধ করা যায়।তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরা ভারতে টপকে প্রথম স্থান করে নিবো।তাছাড়া বিকল্প কোন দেশ খুজতে হবে গরু আমদানির জন্যে।ইতিমধ্যে মায়ানমারের দিকে ঝুকছে বাংলাদেশের গবাদি পশু আমদানিকারক ব্যবসায়ীরা।ইতিমধ্যে পাঁচ হাজার গরু আমদানি করা হয়েছে আরও দশ হাজারাধিক গরু আসছে(সময়ের কন্ঠস্বর)।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339632
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৯
নাবিক লিখেছেন : দেখা যাক কতো দিন তারা গরু রপ্তানি না করে থাকতে পারে?
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৪
280991
অপি বাইদান লিখেছেন : গরু ওরা দিবে কেন! আল্লা গরু দিতে পারে না?
339637
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরু মেরে জুতা দিব তাদের!!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৬
280992
অপি বাইদান লিখেছেন : মুমিন মুসলিমের গরুর চাহিদা ভারত পুরন করবে কেন? এত বড় ধামড়া আল্লা কি করে??
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
281032
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতর মন্তব্য টা মুছে দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File