স্যরি(?) জাফর স্যার, স্যরি ॥

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ৩১ আগস্ট, ২০১৫, ১২:০৯:৪১ রাত

স্যারের জন্য কষ্ট হচ্ছে।এটা কি তার প্রাপ্য ছিলো।হয়তো!!জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমন করায় ক্ষুব্ধ জাফর স্যার সুসাইড করতে চান।করুন।তাহলে আমরা গর্বিত শিক্ষক হারানোর বেদনায় আর একটা শোক দিবস পালন করতে পারব।জয় বাংলা কি স্বর্গীয় বাণী যে,এটা বলে আক্রমণ করলে পাপ হবে।আপনার শিক্ষাই পেয়েছে ছাত্ররা।নিউটনের তৃতীয় সূত্র মনে আছে স্যার।মনে পড়ছে না?মনে না পরারই কথা আপনি তো এখন বাকরুদ্ধ।ভাবছেন,কি লজ্জা?কি অপমান।স্যার এটা কোনো ব্যাপার না।আপনি না মুক্তমনা,এগুলো মনে রাখল চলবে স্যার?সারাজীবন সুবিধাবাদী দলে ছিলেন,সেই খানেও সুবিধা পেলেন না।স্যরি স্যার॥আমি বলছি।কারন ছাত্রলীগ কারো পরোয়া করে না(সুত্র:বিডি মনিটর)।সেখানে আমি স্যরি না বললে কেউ সরি বলবে না।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338726
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকে আবার প্ররোচনা মামলায় দিতে পারে!!
338766
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৭
হতভাগা লিখেছেন : উনি মুক্তিযুদ্ধের সময় বয়স , সামর্থ্য থাকা সত্ত্বেও যুদ্ধে নামেন নি । যুদ্ধে যেতে সাহস লাগে , লাগে আত্মহত্যা করতেও ।

উনার সে সাহস থাকলে ৭১ এ ঠিকই যুদ্ধে নামতেন ।
339629
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২১
মোশারফ রিপন লিখেছেন : উনার অনেক সাহস কিন্তু কখনো পরীক্ষা করেন নি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File