কুড়িগ্রাম:নাগেশ্বরী উপজেলার নামকরণের ইতিহাস

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ১৬ আগস্ট, ২০১৫, ১০:৫০:৪৬ রাত

নাগেশ্বরী নদীর নাম অনুযায়ী এই এলাকার নাম হয় নাগেশ্বরী।এই নদীর নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে।কথিত আছে, নাগেশ্বরী নদীর তীরে অবস্থিত

মন্দিরে দুর-দুরান্ত থেকে নাগা সন্ন্যাসীরা এসে পুজা দিত।এ থেকে এ নদীর নাম হয় নাগেশ্বরী |আবার কেউ কেউ

মনে করেন,এ নদীতে বিভিন্ন প্রজাতির নাগ বা সাপ

যেমন-শীষ নাগ,কাল নাগ, পঙ্খীরাজ নাগ,দুধ নাগ

ইত্যাদি থাকতো।তাই এ নদীর নাম নাগেশ্বরী।আর এ নাগেশ্বরী নদীর নাম অনুযায়ী মৌজার নাম,ইউনিয়নের নাম এবং থানার নাম।

ইউনিয়নসমূহ:-

(১) রামখানা

(২) রায়গঞ্জ

(৩)সন্তোষপুর

(৪)বামনডাঙ্গা

(৫)নেওয়াশী

(৬)হাসনাবাদ

(৭)ভিতরবন্দ

(৮)নুনখাওয়া

(৯)কালীগঞ্জ

(১০)বেরুবাড়ী

(১১)কেদার

(১২)কচাকাটা

(১৩)বল্লভেরখাস

(১৪) নারায়নপুর

এবং নাগেশ্বরী পৌরসভা নিয়ে গঠিত।

অবস্থান:৪১৫.৮০বঃকিঃমি আয়তনের এই উপজেলার উত্তরে ভূরুঙ্গামারী উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা,পূর্বে আসামের গোয়ালপাড়া জেলা,পশ্চিমে ফুলবাড়ী উপজেলা এবং দক্ষিণে কুড়িগ্রাম সদর উপজেলা অবস্থিত।এই উপজেলা ২৫

ডিগ্রি ৫১ উত্তর অক্ষাংশ ও ২৬ ডিগ্রি ০৪দক্ষিণ অক্ষাংশে অবস্থিত এবং ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিংশে অবস্থিত।

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336309
১৭ আগস্ট ২০১৫ রাত ১২:৩৭
নারী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
336316
১৭ আগস্ট ২০১৫ রাত ০১:২০
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
336350
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
নাগেশ্বরি নামটা বোধহয় একটা মন্দির এর নাম।
336364
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪২
নাবিক লিখেছেন : ভাল্লাগলো+++

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File