মুসলমানেরা সন্ত্রাসী না ষড়যন্ত্র ও সন্ত্রাসের শিকার?
লিখেছেন লিখেছেন ওসমান গনি ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৯:২৪ সকাল
মুসলমানদের সন্ত্রাসী বলার আগে বিশ্ব বিবেকের কাছে নিম্মলিখিত প্রশ্নগুলোর উত্তর চাই?
১)ফিলিস্তিনি ভূখন্ড জবর দখল করে ১৯৪৫ সাল থেকে দীর্ঘ ৭০ বছর ধরে কারা হাজার হাজার নিরীহ মুসলমানকে করুণভাবে হত্যা, পঙ্গু ও নির্যাতন চালিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংসস্তুপে পরণিত করছে? কে বা কারা বারবার ই্উ এন রেজুলেশন অমান্য করে চলেছে ? কিন্তু তার কোনো প্রতিদান ফিলিস্তিনিরা পায়নি কেন ? অথচ সাদ্দাম কিংবা গাদ্দাফীর বিষয় অথবা কুয়তে সৈন্য প্রেরণ সংক্রান্ত জাতিসংঘ সিদ্ধান্ত কত দ্রুত চোখের পলকইে বাস্তবায়ন হয়ে গেলো তা কল্পানাও করা যাবে না।
২)ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়াও সিরিয়ার গোলান মালভূমি ও পশ্চীম তীর কারা দখল করে নিয়েছে ? লেবাননে অভিযান, সিরিয়া, সুদানে বোমা হামলা কারা ঘটিয়েছে? আরবদের সাথে দু দুবার যুদ্ধ লাগিয়ে অশান্তির দাবানল কারা ছড়িয়েছে? কোনো ব্যবস্থা কি জাতিসংঘ নিতে পেরেছে ?
৩) কাতারে ইউরোপ থেকে এসে ফিলিস্তিনি নেতাকে হত্যা করে ইহুদীরা চোখের পলকে পালিয়ে যায়নি? এভাবে লেবাননে, সিরিয়া ও পৃথবিীর অন্যান্য দেশে আরও কত হত্যাকাণ্ডরে সাথে ইহুদীরা জড়িত থাকার অভিযোগি অস্বীকার করা যায়?
৪) অন্যায়ভাবে ইরাকের মত সমৃদ্ধ একটি স্বাধীন দেশকে দখল করে লক্ষ লক্ষ মুসলমান হত্যার জন্য কারা দায়ী? সেখানে পারমানবিক-রাসায়নিক অস্ত্রের অজুহাত কি সত্য ছিল? সাদ্দাম হোসেনকে হত্যা করে কারা সারা ইরাকে সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিয়েছে? এজন্য আমেরিকা ও অন্যান্য বৃহতশক্তি কি দায়ী নয়?
৫) লিবিয়ার গাদ্দাফীকে হত্যায় কারা ইন্ধন যুগিয়েছে ও গৃহযুদ্ধ বাধিয়ে দেশটিকে তচনছ করে দিয়েছে? এখনও পর্যন্ত হানাহানি থেমে নেই সেখানে,এটি কি অস্বীকার করা যায়?
৬) বসনিয়া যুদ্ধে জাতসিংঘ বাহিনী ও ইউরোপ-আমরেকিার চোখের সামনে এবং মদদে লক্ষ লক্ষ মুসলমানকে নৃশংসভাবে হত্যা করলো কারা? তারা কি সার্বীয় নরপশুরা নয়? য়িুরোপ রাশিয়া কি সহযোগির ভুমিকা পালন করেনি?
৭) আফগানিস্তান দু দুবার জবর দখল করে লক্ষ লক্ষ আফগানকে হত্যা করে কারা সমগ্র আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলেছে ও হানাহানি উস্কে দিয়েছেে ? তারা কি রাশয়িা ও আমরেকিা নয়?
৮) কোথায় আমেরিকা আর কোথায় পাকিস্তান ? সাত সমুদ্র তের নদীর পার তার পরও ভবিষ্যতে পাকিস্তান তালেবানরা আমেরিকা আক্রমন করতে পারে এ অজুহাতে পাকিস্তানে এসে ঘাটি গেড়ে বা পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোন হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করে দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে কারা ও চরমপন্থী সৃষ্টিতে উসকানী দিয়ে চলেছে কারা? চীন ও রাশিয়া হলো আমেরিকার সম্ভাব্য বড় শত্রু তাই বলে মুরুদ থাকলে আমেরিকা এখনই রাশিয়া ও চীনে ড্রোন আক্রমন চালায়না কেন? ওসব শত্রু রাষ্ট্রকেও তো তারা আক্রমন করতে পারে পাকিস্তানের মত!মূলত শত্রু-মিত্র চিরদিন এক থাকেনা সেটি আমেরিকানরাও জানে। তার পরও মুসলিম দেশ বলেই কি এ হামলা? হামলার পরও কোনো প্রতিক্রিয়া হবেনা টিট ফর টেট হবেনা এ জন্যই কি এত অবিচার অত্যাচার ও হামলা?
৯) বৃটিশরা কেনো কাশ্মীর ইস্যু ঝুলিয়ে রেখে সংঘাতের পরিবেশ সৃষ্টি করলো ? ১৯৪৮ সালে কারা কাশ্মীর দখল করে নিলো? কারা জাতিসংঘের পাঁচ পাঁচবার পাশ করা রেজুলেশন বার বার অমান্য করে চলেছে ও হাজার হাজার নরিীহ কাশ্মীরীদের হত্যা করে পুরো এলাকাটিকে অস্থিতিশীল করে তুলেছে। আর এভাবে পৃথবিীর ভুর্স্বগ নামে খ্যাত কাষ্মীরকে ভুনরকে পরণিত করেছে? আর কারা এভাবে সন্ত্রাসকে উসকে দিয়েছে?
১০) ভারতে স্বাধীনতার পর হাজার হাজার সাম্প্রদায়কি দাঙ্গা সংঘটিত হয়েছে বলে বিভিন্ন সমীক্ষায় বলা হয়ছে।এ সকল সাম্প্রদায়িক দাঙ্গা কারা সৃষ্টি করেছে? ঐ সব দাঙ্গায় লক্ষ লক্ষ নিরপরাধ লোক নিহত-আহত হয় যাদের অধকিাংশই মুসলমান। এ সব হত্যাকাণ্ড পরকল্পিত ও প্রশাসন গুজরাটসহ অনেক হত্যাকাণ্ডে মদদ যুগিয়েছে বলে অভিযোগ কি উড়িয়ে দেয়া যায় ?
১১) ভারতে মানবাধকিার লংঘন নিয়ে বিশ্ব নিরুত্তাপ কেন বোধগম্য নয়? সেকুলারিজম এর মোড়কে চরম সাম্প্রদায়িক রাষ্ট্রের অভিযোগ কি উড়িয়ে দেয়া যায়? সেখানে তো মানবাধিকারের ম ও নেই তাতেও যেন কোনো সমস্যা নেই বিশ্ববাসীর ? আশ্চর্য বৈকি?
১২) গুজরাট,বিহার ও আসামসহ সারা ভারতে মুসলিম হত্যাকাণ্ড ও পাঞ্জাবে শীখ হত্যাকাণ্ডসহ অসংখ্য নৃশংস হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী? তারা কি প্রকাশ্য দিবালোকে বাবরী মসজদিসহ অসংখ্য মসজদি,গীর্জা ধ্বংস করে সম্প্রদায়কি সম্প্রীতি নষ্ট করেনি? আর এস এস ও বিশ্ব হিন্দু পরষিদ ও বজরং দল কি সারাক্ষন মুসলমিদের ভারতর্বষ থেকে তাড়ানোর হুমকি দিচ্ছেনা? এক কালের বিজেপি প্রধান এলকে আদভানি কাবা ঘরকে তাদের পূর্বসুরীদের বলে দখল করার হুমকি দেয়নি? এ সকল সংগঠন অসংখ্য গোপন ও প্রকাশ্য সন্ত্রাসের জন্য দায়ী ও হোতা নয় কি? আর এভাবে সারা ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তারা ।
১৩) বার্মায় রাষ্ট্রীয় মদদে লক্ষ লক্ষ মুসলমানদের নৃশংস হত্যাকান্ড ঘটাচ্ছে, যেখানে নারী পুরুষ শিশু বয়স্ক মানুষসহ কেউ বাদ যায়নি । এমনকি বাড়ী ঘর থেকে উচ্ছেদ হয়ে রাষ্ট্রহীন মানুষে পরণিত হওয়ার পরও বিশ্ব বিবেক নাড়া দেয়নি। বার্মার বিরুদ্ধে বিশ্ব সংস্থা কোনো ব্যবস্থা নিতে কোনো গরজ বোধ করেনি। এরা কি মুসলমান বলেই তাদরেকে নিয়ে কোনো মাথা ব্যাথা নেই । তার পরও কি বার্মিজিরা সভ্য! আধুনকি? আর মুসলমানেরাই সন্ত্রসী?
১৪) চীনে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন কি উড়িয়ে দেয়ার বিষয়? ধর্মীয় অধকিার র্পযন্ত তারা হরণ করে চলছে সে দেশে। মানুষ যখন সোজা পথে প্রতবিাদ করতে পরবেনা । তখন সহিংসতা ছড়িয়ে পড়বে এটাই তো স্বাভাবকি। আধুনকি বিশ্বে প্রকৃত অর্থে মানবাধকিার বলতে কি কিছু আছে? ঢাক ঢোল পিটিয়ে তার উল্টোটাই প্রচার করা হয় না? তাহলে জাতিসংঘ ও বিশ্বের বড় বড় শক্তগিুলোর মানবাধকিারের মায়াকান্না কি লোক দেখানো ভণ্ডামি? মুসলমানদের কি কোনো মানবাধকিার নেই? তারা কি মানুষ নয়?এদের অপরাধ কি ? মুসলমান হওয়াটাই কি এদের অপরাধ?
১৫) ইউরোপ–আমরেকিাতেও মুসলিম হত্যাকান্ড,ধর্মীয় অধকিার হরণ এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে ও মানবাধিকার লংঘন এখানে সাধারণ বিষয়ে পরণিত হয়ছে?
১৬)আফ্রিকা মহাদেশে, মধ্য আফ্রিকায় কি হারে মুসলিম নিধন চলছে তা ভাবাও যায় না।সে দেশে মুসলমানেরা নির্মুল হওয়ার মতই।
১৭) মিশর, আলজেরিয়া, সোমালিয়াসহ অনেক মুসলিম দেশে সাম্রাজ্যবাদী শক্তির মদদে হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে কেন ? জাতিসংঘ ও বৃহৎ শক্তিবর্গ এগুলো দেখেও চুপ থাকেনি?
১৮) মিডিয়া কাদের বিরুদ্ধে সারাক্ষণ মিথ্যা রটনা ছড়াচ্ছে ও উসকানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাধিয়ে দিচ্ছে? তারা কি মুসলমান নয়? তাহলে মুসলমানেরা দায়ী হয় কিভাবে?
১৯) মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নী উসকানি দিয়ে বিভাজন সৃষ্টি করছে ও উত্তেজনা বাড়াচ্ছে কারা? সৌদিতে বোমা হামলা কেন হচ্ছে? কারা এজন্য দায়ী? সৌদীরা কার উসকানীতে ইয়েমেনে হামলা শুরু করলো? মিসর কি সাম্রাজ্যবাদী শক্তির মদদে নির্বনাচিত প্রেসিডেণ্টকে উতখাত করেনি? সামরিক জান্তা হাজার হাজার নারী পুরুষ শিশু হত্যা করেনি? পাশ্চাত্য এসব হত্যাকাণ্ড রেটিফাই করেনি? নিরীহ মানুষ হত্যা করে কারা সন্ত্রাসকে উসকে দিয়েছে? চুপ থেকে তাদের সহযোগি হয়েছে।
২০) প্রথম-দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ কোরীয় যুদ্ধ ও সারা দুনয়িার বড় বড় সকল যুদ্ধ কারা ঘটিয়েছে ও কোটি কোটি মানুষকে কারা হত্যা করেছে জানতে ইচ্ছে করেনা? এসব যুদ্ধের পেছনে অমুসলমানেরা সর্ব অংশে দায়িী নয়?
২১) লেলিন স্টালীন কমউিনজিম এর নামে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করেনি ও ধর্মীয় অধকিার হরণ করেনি ? চেচনিয়ায় তাদের নৃশংসতা ছেড়ে দেয়ার মত?
২২) জাপানে আমরেকিা পারমানবকি বোমা হামলা চালিয়ে লক্ষ লক্ষ বনি আদম হত্যা করেনি ও ইতিহাসের নিকৃষ্ট কাজটি করে বিশ্ব বিবেকেকে উপহাস করেনি ?
২৩) হিটলার কোন্ মুসলমান ছিল? যে ৬০ লক্ষ ইহুদী হত্যা করলো ? বরং সে সময় মুসলিম রাষ্ট্র তুরস্ক ইহুদীদেরকে আশ্রয় দিয়েছেলি। আর সে ইহুদীরাই এখন তুরস্ক ও মুসলমানদের বড় দুষমন ! এ সেদিন তুরস্কের ফিলিস্তিনের উদ্দেশ্যে ত্রাণবাহী শান্তিবাদী নৌযাত্রীদের অনেককে ইহুদীরা হত্যা করে নৃশংসতার পরিচয় দেয়নি? ইতিহাসের কি নিষ্টুর পরহিাস!
২৪) আইরশিরা কোন জাতের মুসলমান ? যারা যুগ যুগ ধরে বৃটেনের বিরুদ্ধে হাঙ্গামা চালিয়ে আসছে?
২৫) বাংলাদশেরে অভ্যুদয়রে প্রাক্কালে পাক ভারত বাংলাদশ যুদ্ধে কারা ইন্ধন যুগিয়েছিল? যার ফলে অগণিত মানুষের মৃত্যু সংঘঠতি হয়ছেলি।
২৬) বৃটিশরা ভারতসহ পৃথিবীর অসংখ্য স্বাধীন দেশ দখল করে ২০০ বছর ধরে সন্ত্রাসের রাজত্ব কায়মে করেনি? আর এভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা ও সন্ত্রাসের জন্য তারা কি দায়ী নয়? এরা এখন ধোয়া তুলসি পাতা কিভাবে হয়?
২৭) স্পেন ,মেক্সিকো ,কলম্বয়িা,ভেনেজুয়েলাতে কারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে?
২৮) রুশ বিপ্বলব,চীনা বিপ্লবসহ অসংখ্য বিপ্লব ও প্রতি বিপ্লব ঘটিয়ে ও সমর্থন জানিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তোলেছে ও অসংখ্য মানব হত্যার জন্য দায়ী কারা?
২৯) শ্রীলংকার তামিল টাইগার,র্পাবত্য চট্টগ্রামের শান্তবিাহিনী, ভারতে বড়ো,আসাম-ত্রিপুরার নক্সালিষ্টরা কোন্ মুসলিম সম্প্রদায়ের লোক জানতে চাই যারা হাজার হাজার লোক হত্যার জন্য দায়ী? এ সব হত্যাকাণ্ডে কাদের হাত আছে? কারা তাদরেকে অস্ত্র সরবরাহ করেছে মানুষ হত্যার জন্য?
৩০) পৃথীবির বহু দেশে কমিউনিষ্ট আন্দোলন চলছ, কমিউনিষ্টরা কোন মুসলমান? যারা সারা দুনয়িায় নক্সালিষ্ট এর ভূমকিায় হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী?
৩১) ফ্রান্স কি আফ্রিকার অনকেগুলো দেশকে দীর্ঘদিন ধরে দখল করে নিয়ে কলোনি বানিয়ে সে সব দেশকে বৈষয়িকভাবে ক্ষতগ্রিস্থ করেনি ও লক্ষ লক্ষ মানুষ হত্যার কারণ হয়ে দাড়ায় নি ?
৩২) পর্তুগীজরা কি দীর্ঘদিন ধরে পৃথিবীর বহু দেশকে কলোনি বানিয়ে হত্যা-নির্যাতান চালায়নি ?
৩৩) জার্মানী কি মুসলিম দেশ যারা দ্বিতীয় বিশ্ব যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী?
৩৪) আমেরিকা কি ,আফগানস্তিান,লিবিয়িা,সিরিয়া,সোমালয়িায় ক্ষপেনাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ও যুদ্ধ লাগিয়ে দেশগুলোকে ধ্বংস ও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেনি ?
৩৫) এখনও পর্যন্ত হাজার হাজার পারমানবকি ,রাসায়নকি অস্ত্র ও ক্ষেপনাস্ত্র মওজুদ করে সারা পৃথবিীকে ধ্বংস করার কাজে নিয়োজিত কারা? তারা কি মুসলিম সম্প্রদায়ের লোক ?
৩৬) অধিকাংস অস্ত্র নির্মানকারী ও বিক্রয়কারী দেশ কারা ? পৃথবিীর দেশে দেশে কারা সন্ত্রাসকে উসকে দিচ্ছে ও অস্ত্র সরবরাহ করে হাঙ্গামা জিইয়ে রেখেছে? সে সব কি বিশ্বববাসীর অজানা?
৩৭) আই এস বাহিনী কাদের কাছ থেকে অস্ত্র পায়? প্রেসিডেন্ট ওবামা বলেন ইরাকে ব্যর্থতার জন্য আই এস বাহিনীর সৃষ্টি।ইরাকে কারা ব্যর্থ হলো আর কারা একটি স্বাধীন দেশকে তচনচ করে দিলো? এটা কি বিশ্ববাসীর অজানা? বর্তমানে এদেরকে সন্ত্রাস করার জন্য কারা মদদ দিচ্ছে সকলেই অবহিত। এ সমস্থ গড ফাদাররা কি এজন্য কম দায়ী? আপনারাই বিচার করুন।
৩৮) সিরীয় যুদ্ধ ও লক্ষ লক্ষ মুসলিম হত্যার জন্য বাশার কি দায়ী নয় আর রাশিয়া কি বাশারের সহযোগী নয় ? এখানে আমেরিকা য়ুরোপ কি যথাযথ ভূমিকা পালন করেছে? কেন করেনি? এসব সন্ত্রাসের জন্য তারা কি দায়ী নয়।
উপরের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেলো মুসলমানেরা
দুনিয়ায় সন্ত্রাস ছড়ায়নি উপরন্তু তারা সারা দুনিয়ায় নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার । অথচ উল্টো তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে অন্যায়ভাব। এটি নির্মম, এটি হৃদয় বিদারক।এক এক করে দেখলে দেখা যাবে অধিকাংশ দুনিয়া কাপাঁনো হত্যাকাণ্ড যারা সংঘটতি করেছে তারা কেউ মুসলিম নয়। মুসলমানেরা কোনো অন্যায় কিছু করে থাকলে তা তারা তাদের স্বজাতির উপর করেছে। তাতেও অমুসলিমদের ইন্ধন ছিল । অন্য জাতি কিংবা ধর্মালম্বীদের উপর মুসলমানদের অত্যাচারের কোনো নজির নেই বললইে চল। ৯/১১ এর ঘটনা অনেকেই বলেছে সাজানো। খোদ আমেরিকানরা এ দাবী তুলেছে। ওসামা বিন লাদেন হলো তুরুপের তাস মাত্র। তাহলে মুসলমানদের সন্ত্রসী বলা অথবা সারা বিশ্বে সন্ত্রসের জন্য দায়ী করার হেতু কি? কোনো জাতি বা দেশ যদি বহিরাগত আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ও আক্রমনকারীদের হটিয়ে দিতে গিয়ে আক্রমনকারী যদি আহত কিংবা নিহত হয় তাহলে প্রতিরোধকারীকে কিভাবে সন্ত্রাসী বলা হবে ? কিংবা তাদের ভূমকিাকে অন্যায় বলবেন কোন যুক্তিতে?
একা ইসরাইল যা করেছে, নির্যাতিত হওয়ার পরও মুসলমানেরা তার লক্ষ ভাগের এক ভাগও করেনি। তার পরও ইসরাইলীরা অপরাধী নয় ! আমেরকা,রাশিয়া-ভারত ইংল্যান্ড,ফ্রান্স যা করছে তার কোনো সীমা পরিসীমা নেই। এদের কেউ মুসলমান নয়। তার পরও তারা ধুয়া তুলসি পাতা! সন্ত্রাসী নয়! কি বচিত্রি দুনিয়া, বিচার মানি তবে তালগাছটা আমার প্রবাদের যেন প্রতিফলন। এভাবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানেরাই সারা দুনয়িায় কোনো না কোনো ভাবে সন্ত্রাসের শিকার। সত্য কথা হলো মিডিয়া সত্যকে দেখেও না দেখার ভান করছে। তিলকে তাল করছে মিডিয়া।মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচার মিডিয়ার এবং শক্তিমান রাষ্ট্রগুলোর কারসাজি । তারা সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে জয়যুক্ত করতে চায়, প্রশ্রয় দিতে চায় অসত্যকে । মিথ্যাকে জয়যুক্ত করার তাদের অনৈতিক কর্মকাণ্ড বিশ্বকে চরম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা মনে করি মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচাররে প্রধান কারণ হলো ইসলাম একটি উদীয়মান শক্তি একে প্রতরিোধ করে থামানো যাচ্ছে না। ইসলাম প্রাচ্য-পাশ্চাত্যরে সব জারিঝুরি ফাঁস করে দিয়েছে তাই তারা ইসলামকে টার্গেট করেছে, মিথ্যা প্রচারনায় অংশ নিচ্ছে ও সহ্য করতে পারছে না। উপরন্তু মুসলমানদের মধ্যে অনৈক্য এতে ঘৃতাহুতি দিয়েছে। আমরা এর প্রতবিাদ জানাই,ধিক্কার দেই । ইসলাম আল্লাহ মনোনতি জীবন বিধান একে উচ্ছদে করা যাবে না। আল্লাহ বলনে”সত্য সমাগত মিথ্যা হোক অপসৃত,বস্তুত মিথ্যা অপসৃত হবইে। বিঃদ্রঃ- এ লেখাতে কোনো তথ্যগত ভুল থাকলে অথবা কেউ দ্বিমত পোষন করলে মন্তব্য লিখতে পারেন।
বিষয়: বিবিধ
১৮৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন