বিজ্ঞানী আব্দুল কালাম আপনার মৃত্যুতে আমরা দুখিতঃ কিন্তু....

লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৮ জুলাই, ২০১৫, ০৬:৩৪:২১ সন্ধ্যা

মহান বিজ্ঞানী আব্দুল কালাম আপনার মৃত্যুতে আমরা দুখিত:। মুসলিম হিসেবে ভারতীয় মুসলমানদের কিংবা দুনিয়ার মুসলমানদের কি কি উপকার করতে পেরেছেন তা আমরা জানি না। তবে আপনার জীবদ্দশায় ভারতীয়দের জন্য যে মহত কাজটি করে গেছেন তা মনে রাখার মতই। আপনি পারমানবিক বোমা তৈরী ও ক্ষেপনাস্ত্র প্রযুক্তি দিয়ে তাদের কাছে প্রাত: স্মরণীয় হয়েছেন হিরো বনেছেন। এটি আপনার বিরাট সফলতা।

আপনি প্রায়শই: ইতিক্স এর কথা বলতেন। অথচ পারমানবিক বোমা ও ক্ষেপনাস্ত্র এমন লোকদের হাতে তুলে দিয়েছেন যারা মুসলিম নামটি পর্যন্ত সহ্য করতে পারে না। যারা ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করতে দ্বিধাবোধ করে নাই, হাজার হাজার দাঙ্গা বাধিয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে যাদের বুক কাঁপেনা। এখানেই আমাদের আপত্তি। আপনি মুসলিম হয়েও এমন ধ্বংসযজ্ঞের কারিগর হলেন কেন তা আমাদের বোধগম্য নয়।

দূর্ভাগ্যের বিষয় আপনি আশপাশের ও সারা দুনিয়ার কোটি কোটি বনি আদমকে চরম আতঙ্কের মধ্যে নিপতিত করেছেন এ বোমা ও ক্ষেপনাস্ত্র তৈরি করে। এটি কি ভাল কাজ করেছেন? হয়তোবা এজন্য ভারতীয়রা আপনার মৃত্যুর পরও আপনাকে স্মরণ করবে ,তবে আমাদের কি হবে,আমাদের সন্তানদের কি হবে? আপনি মানব বিদ্বংসী অস্ত্রের জন্য আল্লাহর দরবারে কি জবাব দিবেন জানি না।তারপরও বলবো দুনিয়ার মত পরকালও জয় করুন। বাকীটা আল্লাহর উপর ছেড়ে দিলাম।

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332254
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এপিজে আ কালাম বিজ্ঞানী (বিশেষ জ্ঞানী) হলে-তিনি কোন মুসলিম দেশে যেতে পারতেন-সেটাই জাতির কল্যাণ হতো। আপনি ঠিকই বলেছেন-ঐ দেশটি বড়ই বিপজ্জনক এবং মুসলিম বিদ্বেষী। উনার ধর্ম বিশ্বাস খুব একটা ইসলামের পক্ষে ছিল না বললেই চলে.. ধন্যবাদ আপনাকে..
332279
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু উনার সমালোচনা না করে নিজেদের ব্যার্থতা সম্পর্কে কি আমাদের চিন্তা করা উচিত নয়??
আমরা কি বিশ্বের মুসলিম বিজ্ঞানিদের জন্য কোন প্লাটফর্ম দিতে পেরেছি।
332295
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
332299
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:২৭
বাকপ্রবাস লিখেছেন : জোর করে তাকে মুসলমানের অন্তর্ভূক্ত করার প্রয়োজন দেখিনা, সে একজন ভারতিয় এবং দেশ প্রেমিক, সেই দৃষ্টিকোণ থেকেই সে নিজেকে চালিত করেছে, সে ভারতে জন্মগ্রহণ করে যদি অন্য রাষ্ট্রের মঙ্গল দেখে তাহলে সে হয়ে যাবে রাজাকার, বর্তমানে যেমন বিচার হচ্ছে জামাত এর, একাত্তুরে সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তিনি যা আবিষ্কার করেছে সেটা মুসলমান বানালে ক্ষতি নেই কিন্ত অন্যরা বানালে ক্ষতি এটা ডাবল ষ্ট্যান্ডার্ড, ইসলামি বিশ্ব বলতে কিছু আছে কি? কাকে দেবে তার আবিষ্কার? পাকিরাতো মুসলমান আমাদের ধর্ষণ করেছে, মধ্যপ্রাচ্ছে রাজতন্ত্র সেখানে কি ইসলাম তন্ত্র আছে? আর তিনিতো বলেননি তিনি ইসলাম এর সৈনিক, সুতরাং তাকে তার জায়গায় রেখেই বিবেচনা করতে হবে
332535
২৯ জুলাই ২০১৫ রাত ০৮:৩১
ওসমান গনি লিখেছেন : বাক প্রবাস কিছু সঠিক ও কিছু সঠিক নয় এমন বক্তব্যের জন্য ধন্যবাদ্। আ; কালাম মূলত: জোড়ালোভাবে নিজেকে মুসলিম বলে দাবী করেন নি।আমি পোষ্টটা দেয়ার কারণ ছিল আমাদের ফেসবুক বন্ধুরা তাকে মাতামাতির অন্ত নেই, তাকে হিরো বানানোর প্রচেষ্টা চালিয়েছে। তিনি তো মুসলমানদের পক্ষে কিছু করার জন্য চেষ্টা করেন নি। উপরন্তু বাবরী মসজিদ ধ্বংস কিংবা ভারতে হাজার হাজার দাঙ্গা ও মানব হত্যার সময় তিনি টু শব্দটি করেন নি । বরং চরম পন্থীদের সহযোগী ছিল বলে অনেকে অভিযোগ করতেন।
অপরপক্ষে প্রিয় ভাই সারা দুনিয়ায় ইসলাম না থাকলেও আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সঠিক কথাটি বলবেন্ না । গলদ ধরে দিনে না? তাদের শুধরে দিতে সচেষ্ট হবেন এটিই তো বাস্তব। তবে আব্দুল কালাম বাংলাদেশী মানুষের জন্য আতঙ্ক তৈরি করেছেন এটিই আমার আপত্তি। তিনি ভারতের জন্য হিরো কিন্তু আমরা তো তাকে পারমানবিক বোমা ও ক্ষেপনাস্ত্র প্রযুক্তি দিয়ে পার্শবর্তী দেশগুলোকে টেরিফাইড করার জন্য দায়ী করবো। এখানেই আমার আপত্তি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File