রাজন তুমি মোর প্রিয়ভাজন
লিখেছেন লিখেছেন ওসমান গনি ১৪ জুলাই, ২০১৫, ০৩:৩৪:০৩ দুপুর
রাজন তুমি হয়েছ মোর প্রিয়ভাজন
দিয়েছ জাতিকে দিশা, বিপন্ন করে প্রিয় জীবন,
তুমি চলে গেছ না ফেরার দেশে
জাগিয়ে বিবেক মত নির্বিশেষে।
সমাজ দেহের ওরা সব ভয়ানক দুষ্ট ক্ষত
জাহিলিয়াতের নিষ্ঠুর বলয়ে স্ফীত আর আশ্রিত,
তুমি হয়েছ ক্ষমতাবানদের লালসার বলি
জেগে থাকবে মানব মনে যুগ যুগান্তর ধরি।
ওরা তোমাকে একা মারেনি
মেরেছে জাতিকে থামিয়ে বিবেক
জেগেছে মানুষ নেই থামাথামি
নেবেতো এবার হত্যার প্রতিশোধ?
তুমি চিরকাল বেঁচে থাকবে মোদের মনে
একরাশ ভালবাসায় সকলের হৃদয় কোণে,
বিচার হোক তোমার এই নৃশংস হত্যার
ষড়যন্ত্র বন্ধ হোক, জয় হোক জনতার।
তুমি লুকিয়ে হয়েছ অন্তরাল
তবু জেগে থাকবে মানবাত্মায় চিরকাল,
প্রিয় দেশবাসী জেগে উঠো এবার
মেঘে মেঘে বেলা হয়েছে দূর্বার।
আরো কত মায়ের বুক হয়েছে খালি
জানা নেই, নে্ই উত্তাপ তাদের লাগি
চাপা পড়েছে ওরা, সভ্যতার মোড়কে বেমালুম
ওরা নাকি মানুষ নয়!পরিচয় শুধু মুসলিম।
ওদের মারছ কেনো পাখির মত?
তাও আবার যখন খুশি,যত খুশি তত!
দোষ কি তাদের বলতে পারো ?
করেছ কি সব নিরীহ মানুষ মারো?
আসছে এবার শুভদিন
শুধতে হবে রক্ত ঋণ,
মানব মনে লাগলো দোলা
জাগছে জাতি বেশ উতালা।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন