উচ্চকিত হোক সত্যকন্ঠ

লিখেছেন লিখেছেন ওসমান গনি ০৬ জুলাই, ২০১৫, ১১:১৬:৪৭ সকাল



বিশ্ব আজ নিষ্ফল ঔদ্ধত্যের মুখোমুখি

এখানে বনি আদম,ঘৃণিত পথ মাড়িয়ে শুধু,

অপরের দুর্ভোগ বাড়ানোর কুপ্রবৃত্তি আর

দাসত্বের বিকৃত রুচির মহাসাগরে ভাসমান।

এখানে নমরূদ ফেরাউনের বাধিত গোলামীর

অবয়ব বিভ্রান্তির আস্তাকুঁড়ে নিপতিত,

মানবীয় বৃত্তিগুলোকে ক্যান্সারে নি®প্রভ

নিস্পন্দ করার মতই ষড়যন্ত্র চলছে।

এখানে জীবনের চৌহদ্দি মোহাবিষ্ট

কলুষ হাতছানিতে বিভ্রান্ত, বিধ্বস্ত,

আদর্শ চয়নে ও চিন্তা মননে খন্ডিত

লণ্ডভণ্ড লক্ষ্যচ্যুত আজ জগত সভা।

এখানে উচ্চকিত নেই সত্যকন্ঠ

নেই হিমালয়ের মত অভেদ্য প্রাচীর,

শাাশ্বত উত্থান নিষ্কন্ঠক হতে কত দেরী ?

কুহেলিকার যবনিকাপাত তবে ঘটবে কবে?

সে কবে থেকে জবরদস্ত বেদখল হয়ে আছে

তবু নিশ্চিন্ত সকলে খোলা আসমানের নীচে,

হাত গুটিয়ে বসে আছে খোদায়ী আশিবার্দের

কিংবা বিনাশ্রম আর সহজ প্রাপ্তির আশায় বিভোর।

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328839
০৬ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
329350
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ হয়েছে ওসমান ভাই। আপনার বইয়ের খবর কি? প্রকাশিত হয়েছে কিনা? অনেক ধন্যবাদ।
329792
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৪
ওসমান গনি লিখেছেন : না এখনও হয় নি।দোয়া করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File