আল কোরাণের রক্তের নেশা কবে শেষ হবে?
লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৬ জানুয়ারি, ২০১৬, ০৪:৫৭:৫৭ বিকাল
প্রতিদিনের মত আজকের ব্রেকিং নিউজ-
ক্যামেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী জেহাদী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫জন নিহত হয়েছেন। সোমবারের এসব বোমা হামলায় আহত হয়েছেন আরো ৬০জন। কলেমার পতাকাবাহী আল্লার সৈনিক বোকোহারাম এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সুত্র- Click this link
বিষয়: বিবিধ
১৬৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে রাসুলুল্লাই আপনাদের আল্লা। সত্য কখনো চাপা থাকে না, হা হা...
এবার দেখা যাক কোরাণ কি বলে?
সূরা ৫:৩৩- যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
সামরিক বাহিনীকে কখনো মসজিদে বোমামেরে মানুষ হত্যা করার প্রশিক্ষন দেয়া হয় না। চুপিচুপি শিশুদের স্কুলে ঢুকে টার্গেট করে স্কুল শিশু খুন করার প্রশিক্ষন দেয়া হয় না।
শিশুদের স্কুল, হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেয়া যখন শিশুরা ওখানে আশ্রয় নেয়?
13000 nuclear warheads in diffrent 'strategical' locatons এ installed - কিসের জন্য?
মন্তব্য করতে লগইন করুন