নিজামীর আপিল খারিজ। মুমিনের সর্বশক্তিমান আল্লা আর কিছু না পারলেও শহিদী তামান্না পুরন করতে পারেন।

লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৬ জানুয়ারি, ২০১৬, ১০:৫২:২২ সকাল



যুদ্ধাপরাধী জামায়াত আমির নিজামীর ফাঁসি বহাল। মুমিনের সর্বশক্তিমান আল্লা আর কিছু করতে না পারলেও রাজাকারের শহিদী তামান্না পুরন করতে পারেন।

কাদের মোল্লা, কামরুজ্জামান, মুজা, সাকা এরা সবাই যখন ফাঁসির দড়িতে ঝুলে শহীদি তামান্না অর্জনের মাধ্যমে বেহেস্তের সনদ নিশ্চিত করেছেন। ঠিক তখন নিজামী সাহেব ভুল বুঝতে পেরেছেন। তিনি অযথাই কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করছেন। তিনি ফাঁসির রশিতে ঝুলে মরে ভুয়া শহিদী তামান্নার চেয়ে বেঁচে থাকা অনেক উত্তম মনে করেন (নিজে বাঁচলে বাপের নাম)। এ জন্যই আপিল দায়েরর সময় ক্ষমা চেয়ে দন্ড ক্ষমানোর আবেদন করেছেন।

সদ্য পাওয়া খবর- মুক্তিযুদ্ধকালে যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়েও বহাল রয়েছে।

বিষয়: বিবিধ

১৪৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356327
০৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ তোমার কাছে একটি কামনা মৃত্যু যখন করতেই হবে, শহীদী মৃত্যু দিও। একটি মিথ্যাকে প্রতিষ্টা করতে গিয়ে হাজার মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। এটাই জাতির জন্য প্রতিষ্টিত মিথ্যা ইতিহাস।
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২১
296813
অপি বাইদান লিখেছেন : কাল্পনিক মদ/বেশ্যার লোভ দেখানে ছাড়া আপনার চাপাবাজ আল্যার আর কোন সক্ষমতা আছে কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File