শপথপ্রবণ স্ববিরোধী আল্লা...............
লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৪৭ সকাল
কোরানের বিভিন্ন সূরা এবং বিভিন্ন আয়াত ঘাঁটলে এমন কিছু বিষয় বিষয় পাওয়া যায়, যেখানে আল্লাহর কথাবার্তা পরস্পরবিরোধী। এক জায়াগায় এক রকম কথা, তো অন্য যায়গায় আরেক রকম, যা কোরানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। এবং সবচেয়ে বড়ো কথা, তা মোহাম্মদের ভণ্ডামি, মূর্খতা আর অদক্ষতার পরিচয় বহন করে।
একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি- "যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না" (সূরা আল কলম, আয়াত ১০) এই আয়াতে আল্লাহ মুহাম্মদকে অধিক শপথকারী ব্যক্তির প্রতি আনুগত্য প্রকাশ করতে নিষেধ করেছেন।
এবারে দেখা যাক, আল্লাহর নিজের নেয়া শপথের কয়েকটি নমুনা:
শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে...
(সূরা আল কলম: আয়াত ১)
শপথ ফজরের...
(সূরা আল ফজর: আয়াত ১)
শপথ দশ রাত্রির, শপথ তার...
(সূরা আল ফজর: আয়াত ২)
এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে...
(সূরা আল ফজর: আয়াত ৪)
আমি এই নগরীর শপথ করি...
(সূরা আল বালাদ: আয়াত ১)
শপথ জনকের ও যা জন্ম দেয়...
(সূরা আল বালাদ: আয়াত ৩)
দেখা যাচ্ছে, কোরানের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ নিজেই এতো এতো বেশি শপথ গ্রহণ করেছেন যে, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করলে আল্লাহরই দেয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয়।
এমন আরো অসংখ্য শপথ আর কসমের আয়াতে কোরানে ভর্তি: চান্দের শপথ, সূর্যের শপথ, পাহাড়ের শপথ, দিনের শপথ, রাইতের শপথ... শপথের আর শেষ নাই।
কিন্তু আল্লাহ নিজেই কইসে, সে শপথ বিরোধী। অথচ এতো এতো শপথ! ক্যামনে কী!
বিষয়: বিবিধ
১৬৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে আনুগত্যের বিষয়টি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, মানুষের মধ্য থেকে যারা বেশি বেশি শপথ করবে, তাদের আনুগত্য করতে নিষেধ করা হয়েছে।
আপনি মিশন এগোতে চাচ্ছেন, তা নিয়ে এগিয়ে যান, আপনার মিশনের কল্যাণের দিকগুলো বেশি প্রচার করুন, তাতে আপনার পাশে অ০নেককেই পাবেন, মিশনের পরিধিও বাড়বে, কিন্তু সারাক্ষণোই যদি বিদ্বেষ ছড়ান তাহলে কিভাবে হবে বলেন। আপনার একটা লিখাও মনে হয় পাইনি যেখানে আপনার পক্ষে বা আপনি বিশ্বাস লালন করেন তার পক্ষে কিছু বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন