মক্কা- আসলেই নিরাপদ নগরী!!
লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৮:৪৯ রাত
কোরানে মক্কা নগরীকে নিরাপদ বলা হয়েছে বারবার, এমনকি আল্লাপাক একবার শপথও নিয়েছে নিরাপদ মক্কা নগরীর নামে:
১. তারা কি দেখে না যে, আমি (মক্কা নগরীকে) একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি। অথচ এর চতুপার্শ্বে যারা আছে, তাদের উপর আক্রমণ করা হয়। (সুরা ২৯: ৬৭)
২. যে ব্যক্তি সেখানে (মক্কার হারাম) প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। (সুরা ৩: ৯৭)
৩. শপথ এই নিরাপদ (মক্কা) নগরীর। (সুরা ৯৫:১-৩)
৪. আর স্মরণ করো তখনকার কথা যখন আমি এই গৃহকে (কাবা) লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তাস্থল গণ্য করেছিলাম। (সুরা ২:১২৫)
অথচ গেল কয়েক দিনে আল্লার নিরাপত্তা-চাদরে ঢাকা এই নগরীতে অবস্থিত আল্লার ঘর ক্কাবাতেই ক্রেন ভেঙে পড়ে মারা গেছে ১১১ জন, মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছে আরও ৭১৭ (মতান্তরে ২০০০) জন। এর আগে গত ৪০ বছরে নিরাপদ এই নগরীতে হজ্বের সময় ঘটা অনিরাপত্তার তালিকা আরো বড়।
বিভিন্ন সময়ে একের পর এক হজ ট্র্যাজেডির জন্ম দিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সড়ক দুর্ঘটনা, বোমা বিস্ফোরণ, শিয়া-সুন্নি সংঘর্ষ, ভবন ধস, অগ্নিকাণ্ড এবং পদদলিত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা।
প্রশ্ন- আমাদের টুডে ব্লগের মুমিন ভাইরা এ বিষয়ে কি ভাবছেন??
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রত্যেক জীবকেই মরতে হবে এবং অবশেষে তাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে । আল্লাহই মানুষ ও জিনদের বিচার করবেন হাশরের ময়দানে।
মক্কাতে স্বাভাবিক/ অস্বাভাবিক মৃত্যুও হয় যেমনটা পৃথিবীর যে কোন জায়গায় হতে পারে যে কোন সময়ে ।
যেটা আগে আরবদের মধ্যে হত- গোত্রে গোত্রে যুদ্ধ বিবাদ , নিষিদ্ধ মাস ছাড়া সারা বছর যুদ্ধের দামামা লেগেই থাকতো - সেটা থেকে মক্কা ও মদিনাকে নিরাপদ করা হয়েছে আল্লাহর আদেশ থেকেই । তার মানে এই নয় যে এই শহরে থাকলে কারও মৃত্যু হবে না ।
২য় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল বিশ্বব্যাপী যুদ্ধের এই ভয়াবহতা নিরসন কল্পে । সেটা কি হয়েছে ? বরং বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে বা তাকে পাত্তা না দিয়ে পশ্চিমারা নিরীহ আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং ফাঁকতালে এদের খনিজ সম্পদ ও প্রত্নতত্ত্ব লুট করছে ।
পশ্চিমাদের লুটপাটের একটা ফিল্ডই বানিয়ে দেয় এই জাতি সংঘ যাকে বানানো হয়েছিল নিরীহ দেশগুলোকে আগ্রাসী দেশগুলোর হাত থেকে প্রটেক্ট করার জন্য ।
বিশ্বের কোথাও যখন যুদ্ধের ফল স্বরুপ একটা গুলি বের হয় তখনই জাতি সংঘের ব্যর্থতা নিরীহ মানুষের কাছে ফুটে উঠে ।
আল্লার ফাঁকা বাচাল কথা ফুটো বেলুনের মত চুপসে গেছে।
আল্লার নিরাপদ নিরাপদ আশ্রয়স্থলে Accident হবে কেন?
আল্লার ফাঁকা বাচাল কথা ফুটো বেলুনের মত চুপসে গেছে।
Allah () only promise for safety not the accident, the verse you mention here
For more understanding please read the Insurance police of any Australian company
I read couple of your post and I do believe it is really heard for you to understand the matter
For
মন্তব্য করতে লগইন করুন