দেখিবার অপেক্ষায় আছো- আল্লার সক্ষমতা কতটুকু? ইহাতে জ্ঞানী লোকের জন্য নির্দ্দেশনা রয়েছে।

লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:১৭ সকাল



ছবিটি বাঁশের কেল্লা থেকে নেয়া। স্টাটাসে বলা হয়েছে- "সাতকানিয়ার দ্বীপচরতী শাহি জামে মসজিদ। পাশেই দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবার পথে। হে আল্লাহ রহম করো।"

আল্লার ঘর যদি আল্লা রক্ষা করতে না পারেন তো কার ঠেকা পরেছে এটিকে ধরে রাখার।

এরপর তোমরা তাহার কোন নেয়ামতকে অস্বীকার করবে??

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342176
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
হতভাগা লিখেছেন : এ পৃথিবীই তো একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুমে । কাফের , মুশরিক , মুসলমান ---- সবাইকে একদিন না একদিন মরতেই হবে ।

এক সময়ে সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে , তখন আল্লাহই বিচার করে দেবেন কে সফল হয়েছে আর কারাই বা ব্যর্থ ।
342178
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১০
জ্ঞানের কথা লিখেছেন :

এরপর তোমরা তাহার কোন নেয়ামতকে অস্বীকার করবে??




এরপর তোমরা তাহার কোন নেয়ামতকে অস্বীকার করবে??


এগুলো কোন নেয়ামত?? @কাফেরঅপি
342180
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৪
জ্ঞানের কথা লিখেছেন :

মুর্তিকে দারা করানোর জন্য জদি বাঁশের দরকার হয় তাহলে সেটা কোন নেয়ামত?? নিজের হাতে বানায়ে আবার পুঁজা??
342195
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৭
বেদনা মধুর লিখেছেন : কেমন আছেন অপি বাইদান? ভগবানের কৃপায় নিশ্চয় ভাল?
342240
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
প্রক্সিমা লিখেছেন : কোরআন হাদিসের কোথাও কি আছে আল্লাহ মসজিদকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করবেন ?
নাস্তিক হিসেবে আপনি আসলেই নিন্মমানের !
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৫
283662
অপি বাইদান লিখেছেন : প্রকৃতিক দূর্যোগদাতা কে? আল্লা, নাকি অন্য কেউ? যদি আল্লাই প্রাকৃতিক দূর্যোগদাতা হয়ে থাকেন তাহলে তো তিনি নিজের নাক কেটে মাস্তানি জাহির করেন। ঠিক কিনা??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File