দেখিবার অপেক্ষায় আছো- আল্লার সক্ষমতা কতটুকু? ইহাতে জ্ঞানী লোকের জন্য নির্দ্দেশনা রয়েছে।
লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:১৭ সকাল
ছবিটি বাঁশের কেল্লা থেকে নেয়া। স্টাটাসে বলা হয়েছে- "সাতকানিয়ার দ্বীপচরতী শাহি জামে মসজিদ। পাশেই দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবার পথে। হে আল্লাহ রহম করো।"
আল্লার ঘর যদি আল্লা রক্ষা করতে না পারেন তো কার ঠেকা পরেছে এটিকে ধরে রাখার।
এরপর তোমরা তাহার কোন নেয়ামতকে অস্বীকার করবে??
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক সময়ে সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে , তখন আল্লাহই বিচার করে দেবেন কে সফল হয়েছে আর কারাই বা ব্যর্থ ।
এগুলো কোন নেয়ামত?? @কাফেরঅপি
নাস্তিক হিসেবে আপনি আসলেই নিন্মমানের !
মন্তব্য করতে লগইন করুন