আবরাহার হস্তীবাহিনী, সূরা ফীল এবং হারাম শরিফের উপর ভেংগে পরা ক্রেইন।

লিখেছেন লিখেছেন অপি বাইদান ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৪:০৩ সকাল



মসজিদুল হারামের উপর আবাবিল পাখি।

আল কোরাণ- সূরা ফীল :

১। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

২। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

৩। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

৪। যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

৫। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।


এই সূরার শানেজুজুলে বলা হয়েছে- "পবিত্র মসজিদুল হারাম হলো মহান আল্লাহ পাক উনার পবিত্র ঘর। আর এই ঘর ভাঙতে গেলে তার কি পরিণতি হয় এ প্রসঙ্গে যালিম শাসক আবরাহার পরিণতির কথা স্মরণ করতে হবে। সে সৈন্য-সামন্ত, হস্তী বাহিনী নিয়ে এসেছিল মহান আল্লাহ পাকের পবিত্র ঘর কা’বা শরীফ ভেংগে দিতে। কিন্তু মহান আল্লাহ পাক তিনি তা বরদাশত করলেন না, বরং তাকেসহ তার বাহিনীর উপর গযব নাযিল করে ধ্বংস করে দিলেন"।

এতক্ষনে বুঝা গেল মুমিন'দের প্রিয় ঘর কা’বা শরফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। কিন্তু গোলমাল বাঁধে তখনই যখন আমরা দেখি উপর থেকে সামান্য একটি যান্ত্রিক ক্রেইন ভেংগে পরে আল্লার ঘর'কে লন্ডভন্ড করে দেয়।

তাহলে ক্যামনে কি? আল কোরাণের আবাবিল পখীর কাহিনী কি শুধুই বানোয়াট কথামালা??

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341611
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
নাবিক লিখেছেন : গাধা, ক্রেন ভেঙ্গে গিয়ে কি কাবা শরীফের উপরে পরছে? আব্রাহা এসেছিলো কাবা শরীফ ভাঙ্গতে...
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৫
283025
অপি বাইদান লিখেছেন : কিসের উপর পরসে?
341628
১৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৬
কুয়েত থেকে লিখেছেন : আপনার এত পেরেসানির কারন কি..? আপনার সাড়ে তিন হাত বডির কবর আপনার কাছে আছে কি.?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File