সিরিয় শরণার্থীদের নিজের বাড়ি দিতে চান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী..................
লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৯:৩৩ রাত
নাহ! মুমিন মুসলিম'দের জন্য কোন আল্লা, ফেরেস্তা বা গায়েবী কুদরত এগিয়ে আসেনি। এগিয়ে এসেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
হাজার মাহাজব, ফ্যাকরা, ফ্যাসাদে নিমর্জ্জিত আল্লার মুমিনদের খেলাফতি তান্ডবে যখন মধ্যপ্রাচ্যের লক্ষ/লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন অনন্য ইতিহাস রচনা করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
যুদ্ধ কবলিত সিরিয়া থেকে ঘরবাড়ি ফেলে আসা লাখো মানুষের কারণে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের যে ঢল নেমেছে তা কীভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যখন ইউরোপের নেতারা হিমশিম খাচ্ছেন সে সময় এ ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সিপিলা।
সিপিলা বলেছেন, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেম্পেলেতে তার যে বাড়ি রয়েছে সেটি এখন তেমন ব্যবহার হচ্ছে না। ওই বাড়িতেই আশ্রয় প্রার্থীরা থাকতে পারেন।
বিস্তারিত এখানে- Click this link
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিনল্যান্ড এর প্রধানমন্ত্রীর দায়িত্ব তুই নিলি কোন হিসাবে। তুই ত নালা নর্দমার দলে।
আল্লাহর কথা অনুযায়ী মুসা(আঃ) এর মাতা তাকে একটি বাক্সে ভরে নদীতে ফেলে দেয় এবং তা ভাসতে ভাসতে থামে ফেরাউনের ঘাটে ।
ফেরাউন ও তার স্ত্রী আছিয়া তাকে পুত্রবৎ জ্ঞান করে রাখে । পরে এই শিশু মুসা(আঃ)ই ফেরাউনের পতনের কারণ হয় । সেই ফেরাউন যারা কি না মুসা (আঃ) এর গোত্র বনী ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করতো !
প্রাচ্য ,মধ্যপ্রাচ্য ও মুসলমানদেরকে শোষন করা , মুসলমানদের সম্পদে সভ্য হওয়া পশ্চিমারা এখন নিজেদের পরিনতির দিকে যাচ্ছে । এসব আশ্রয়প্রার্থীরাই একসময়ে তাদের পতনের কারণ হবে । এক সময়ে এই পশ্চিমারাই ভারতবর্ষে ব্যবসার নামে লুটতরাজ করতে এসেছিল।
তাদের এখনকার এসব কাজ লোকচক্ষুর কাছে যতই ভাল হোক না কেন এরকম পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে তার জন্য তারাই দায়ী ।
ইহুদি , নাসারা এবং তাদের দোসরদের এটাই ভয়
মন্তব্য করতে লগইন করুন