ধর্মকারী ব্লগ সমাচার....................

লিখেছেন লিখেছেন অপি বাইদান ৩০ আগস্ট, ২০১৫, ০৪:৩৯:২৪ বিকাল



যুক্তিমনস্কদের নির্মল বিনোদনের ব্লগ। বিতর্ক বা বাকবিতণ্ডার স্থান নেই এখানে। এই ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা করা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে। যেমন করা হয়ে থাকে সাহিত্য, চলচ্চিত্র, খেলাধুলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে।

ধর্মকারী ব্লগে আজকের একটি কৌতুক- "আল্লা তালা - বাজারের সব থেকে দুর্বল এবং অকার্যকর তালা। এই তালা দিয়ে না আটকানো যায় চোরকে, না আটকানো যায় ডাকাতকে।"

এবার ভাল করে দেখুন তো, এটি উপরের ঐ ব্রান্ডের তালা কিনা?



বিষয়: বিবিধ

২২০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338641
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
রক্তলাল লিখেছেন : কথার কোনো মানে নাই।
আল্লাহর কাজ তালা নয়। দুনিয়ার এক হেডমাস্টারই কি ভাবগাম্ভির্য্যের সাথে চলেন। বাচ্চা কাচ্চার কলম পেন্সিলের মারা মারি দেখলে মুচকি হেসে চলে যান।
আর দুনিয়ার, গ্রহ নক্ষত্রের, গাণিতিক সূত্র,এটম, ইলেক্ট্রন - এ সবকিছুর স্রষ্টা এসে তোর সাথে তালা আর চোরের খেলায় নিজেরে প্রমাণ করবেন?
জ্ঞান নাই এজন্য এরকম বাচ্চামি চিন্ত।

satire এর নামে নিজের দুর্বল কুৎসিত মনের ভাব প্রকাশ। বলদরাই নিজের ছোট্ট পরিমন্ডলকে সবকিছু মনে করে।


339031
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
কুয়েত থেকে লিখেছেন :

280367

অপি বাইদান লিখেছেন : তবে নবী মোহাম্মদের চেয়ে বড় জানোয়ার আর আছে কিনা সন্দেহ। এই বদমাস নিজ পুত্রবধুকেও রেহাই দেয় নি। ফুসলিয়ে কব্জা করেছেন।

অপি ইবলিশ..! তোমার এই মন্তব্য কি..? নিজের অস্তিত্বের দিকে তাকাও তুমি এক ফোটা নাপাক পানি যে আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়ে তৈরী করলেন তার প্রতিই অকৃতগ্য। তুমি পশুর চেয়েও নিকৃষ্ট।
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
280416
অপি বাইদান লিখেছেন : আপনার অক্ষম আল্যাপাক আবার মাতাব্বর হইল কবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File