আরাকান আর্মী- পার্বত্য চট্টগ্রামের উলফা??
লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৮ আগস্ট, ২০১৫, ০৭:০৯:১৬ সকাল
বৌদ্ধ ভিক্ষুদের সাথে আরাকান আর্মীর জোয়ান'দের দেখা যাচ্ছে।
দীর্ঘ দিন ধরে ভারতের আসাম রাজ্যে উলফা এবং কাশ্মির রাজ্যে মুজাহিদ বিছিন্নতাবাদীরা সক্রিয় আছে। এদিকে হটাৎ করেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলায় বিছিন্নতাবাদী আরাকান আর্মীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।
গতকাল বুধবার- থানচির সীমান্ত এলাকায় বিজিবি ও আরাকান আর্মির মধ্যে ৫ ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এতে বিজিবির জওয়ান জাকির গুলিবিদ্ধ ও আবদুল গনি আহত হন। ওই দিন সকাল সাড়ে ৯ টায় বিজিবির বড়মদক বিওপি ও বাতং পাড়া বিওপি থেকে একটি নিয়মিত টহল দল চারটি নৌকা করে টহল দিচ্ছিল। এ সময় আরাকান আর্মির প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য বিজিবির টহল দলটির ওপর গুলিবর্ষণ শুরু করে। বিজিবি জোয়ানরা দ্রুত নৌকা ঘুরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলির খোসা ও ব্যবহৃত গ্রেনেডের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বান্দরবানের থানচির বড়মদক বিওপি ও বাতং পাড়া ঘটনাস্থল ঘুরে এসে বিজিবি সদর দপ্তর পিলখানায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন।
ছবিতে আারাকান আর্মীর মার্চপাস্ট.................
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন